ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়েত থেকে ফিরলেন আরও ১২১ বাংলাদেশী

প্রকাশিত: ০০:৫১, ২৯ এপ্রিল ২০২০

কুয়েত থেকে ফিরলেন আরও ১২১ বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ সংক্রমণের মধ্যে কুয়েতে আটকেপড়া শতাধিক বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে জাজিরা এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ১২১ জন বাংলাদেশী ঢাকা পৌঁছেছেন। খবর বিডিনিউজের। এর একদিন আগে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজের আরেকটি বিশেষ ফ্লাইটে ১২৬ জন বাংলাদেশী দেশে ফেরেন। এদিকে নতুন করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় পাঁচ ধাপে ভারতে আটকেপড়া আট শতাধিক বাংলাদেশীকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া সৌদি আরব, ব্যাঙ্কক, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপ থেকেও শতাধিক বাংলাদেশী দেশে ফিরেছেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। বর্তমানে চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।
×