ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস ২০২০ পালিত

প্রকাশিত: ০০:২৮, ২৬ এপ্রিল ২০২০

বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস ২০২০ পালিত

ব্যাঙ সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার বিশ্বব্যাপী একসঙ্গে পালিত হয়েছে ১২তম ব্যাঙ সংরক্ষণ দিবস ২০২০। তবে প্রতিবারের মতো এবার দিবসটি পালিত হয়নি। করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বব্যাপী অনলাইন ইভেন্টের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শনিবার ৫ম বারের মতো দিবসটি পালিত হয় বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাচার কনজারভেশন ক্লাবের আয়োজনে ছাত্র-ছাত্রীদের আগ্রহের ওপর ভিত্তি করে এবং প্রাণিবিদ্যা বিভাগের অনুমোদনক্রমে বিভাগের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ৫ম বারের মতো আয়োজন করে ব্যাঙ সংরক্ষণ দিবস ২০২০। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ সরকার অতিরিক্ত সচিব ড. এ কে এম রফিক আহাম্মদ ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাচার কনজারভেশন ক্লাব পর পর ৫ বছর ধরে ব্যাঙ সংরক্ষণে আন্তর্জাতিকভাবে ‘সেভ দ্য ফ্রগ’ দিবসটি পালন করায় শুভেচ্ছাসহ পরিবেশের নিরীহ প্রাণিটির সংরক্ষণে এগিয়ে আসা এই উদ্যোগটি ডিজিটাল করায় সাফল্য কামনা করেছেন। বিভাগের চেয়ারম্যান প্রফেসর হুমায়ুন রেজা খান অনুষ্ঠানের আয়োজনে সার্বিক সহায়তা করেন এবং প্রফেসর ড. নিয়ামুল নাসের অনুষ্ঠান আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করেছেন। -বিজ্ঞপ্তি
×