ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে তরমুজের বাম্পার ফলন ॥ দাম নেই

প্রকাশিত: ০৭:৩৫, ২৫ এপ্রিল ২০২০

 কক্সবাজারে তরমুজের বাম্পার ফলন ॥  দাম নেই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে তরমুজের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের দাবি পরিবহন সঙ্কটের কারণে উৎপাদিত তরমুজ জেলার বাইরে বিক্রি করতে পারছে না। সে কারণে তরমুজের ভাল দাম পাওয়া যাচ্ছে না। দাম না পাওয়ায় হতাশ কৃষক। টেকনাফ শীলখালীর নাছির উদ্দিন বলেন, আমি ৪ কানি জমিতে তরমুজ চাষ করেছিলাম। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে সেই তরমুজের দাম পাচ্ছি না। গত বছর যে তরমুজ আমি মাঠে ১০০ টাকা বিক্রি করেছি সেই তরমুজ এখন ৫০ টাকা দিয়েও কেউ নিচ্ছে না। আগের বছর অনেক পাইকারি মাঠে এসে তাদের গাড়ি ভাড়া দিয়ে তরমুজ কিনে নিয়ে যেত। এখন কোন ব্যবসায়ী আসছেনা। অনেক পরিচিতদের খবর দিলেও তারা আসে না। ফলে আমি নিজে কোট বাজার, উখিয়া বাজার, টেকনাফ বাজারে নিয়ে বিক্রি করছি। এতে আমার উৎপাদন খরচও উঠবে না। চকরিয়ার শাহারবিল এলাকার কৃষক ছুরুত আলম বলেন, আমি ৭ কানি জমিতে তরমুজ চাষ করেছিলাম। ফলনও ভাল হয়েছে। তবে যে পরিমাণ খরচ হয়েছে তার অর্ধেক দাম পাচ্ছি না। আর তরমুজ উৎপাদনে বেশি খরচ হয়। এছাড়া পরিশ্রমও বেশি। কিন্তু সব কিছু এখন লোকসানে।
×