ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে এসিল্যান্ড ও সাত চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১০৭

প্রকাশিত: ০৫:৪৬, ২১ এপ্রিল ২০২০

গাজীপুরে এসিল্যান্ড ও সাত চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১০৭

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ২৪ ঘণ্টায় টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও আরও সাত চিকিৎসকসহ ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত গাজীপুরে মোট ২৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৭ চিকিৎসক, প্রায় অর্ধশত স্বাস্থ্যকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক। সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান জানান, গাজীপুর থেকে ১৩৭ জনের নমুনা রবিবার সকালে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। ওই নমুনা পরীক্ষা শেষে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান পাভেলসহ ৮১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পজেটিভ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩২, কালীগঞ্জে ৩১, কালিয়াকৈরে নয়, কাপাসিয়ায় আট ও শ্রীপুরের একজন রয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজীপুর সদর ও কালীগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। তবে তেঁতুইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের পূর্বের সংক্রমিত ১০ জনসহ ২৬ রোগী গাজীপুরের রবিবারের রোগীর সঙ্গে যোগ করায় এ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। এর মধ্যে সাতজন করে চিকিৎসক ও নার্স, দুজন করে মেডিক্যাল এ্যাসিস্টেন্ট, হেলথ এ্যাসিস্টেন্ট ও ল্যাবরেটোরি এ্যাসিস্টেন্ট এবং একজন ইপিআই টেকনোলজিস্টও রয়েছেন। এ নিয়ে গাজীপুরে মোট করোনা সংক্রমণের সংখ্যা হলো ২৭৯ জন। ফলে জেলায় এ পর্যন্ত ১৭ চিকিৎসকসহ কয়েকজন পুলিশের সদস্য ও স্বাস্থ্যকর্মী এবং একজন সাংবাদিকও করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রয়েছেন। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকারও রয়েছেন। গাজীপুরে সহকারী কমিশনারসহ ৩২ পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত ॥ গাজীপুরে সহকারী কমিশনারসহ (এসি) পুলিশের ৩২ জন সদস্য এ পর্যন্ত (সোমবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এবং বাকি ৭ জন হলেন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানার পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন জানান, সোমবারের তথ্যমতে মহানগর পুলিশের গাছা থানার আরও ২০ জন সদস্যের দেহে নতুনভাবে করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এর কয়েকদিন আগে এ থানার আরও ৫ জনের মধ্যে করোনা সংক্রমণ পজেটিভ ধরা পড়ে। করোনায় আক্রান্তদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যরাও রয়েছেন। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সকলেই থানায় আইসোলেশনে আছেন। গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন জানান, গত ১৩ এপ্রিল জিএমপির গাছা থানার এক এসআই প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে গত ১৮ এপ্রিল মেডিক্যাল টিম গাছা থানা পুলিশের আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। সোমবার তাদের ২০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে গাছা থানার ২৫ কর্মকর্তা-কর্মচারীর শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গাছা থানার আরও ৪২ জনের মতো পুলিশের ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন সোমবার সন্ধ্যা পর্যন্ত আসেনি। এছাড়া জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাতজনের মধ্যে করোনা সংক্রমণের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। তবে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে ওই থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে যাদের রিপোর্ট সোমবার রাতেও আসেনি।
×