ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এখন বাড়িই অফিস

প্রকাশিত: ০৮:৩৯, ২১ এপ্রিল ২০২০

এখন বাড়িই অফিস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, পেশাদার জীবনের চেহারা বদলে দিয়েছে করোনা পরিস্থিতি। তিনি জানান, এখন বাড়িই তার অফিস। আর বৈঠকের নতুন জায়গা ইন্টারনেট। অফিসের ফাঁকে সহকর্মীদের সঙ্গে গল্পগুজব আপাতত ইতিহাস। প্রধানমন্ত্রীর বলেন, ‘আমিও এর সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। এখন মন্ত্রিসভার সহকর্মী ও রাষ্ট্রনেতাদের সঙ্গে বেশির ভাগ বৈঠকই করি ভিডিও কনফারেন্সের মাধ্যমে।’ -আনন্দবাজার বিরল কচ্ছপের বাসা সম্প্রতি থাইল্যান্ডে ফুকেট মেরিন বায়োলজিক্যাল সেন্টারের পরিচালক কংকিয়াত কিত্তিওয়াতানাওং জানান, গত নবেম্বরের পর থেকে এ পর্যন্ত থাই সৈকতে লেদারব্যাক কচ্ছপের অন্তত ১১টি বাসা খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। গত ২০ বছরের মধ্যে কখনোই এত সংখ্যক বাসা দেখা যায়নি এ অঞ্চলে। কংকিয়াত বলেন, ‘এটা খুবই ভাল লক্ষণ। কারণ অনেক এলাকাতেই তাদের (কচ্ছপ) ডিম দেয়ার জায়গাগুলো মানুষ নষ্ট করে ফেলেছে। -বিবিসি
×