ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর তহবিলে প্রাণিসম্পদের অনুদান

প্রকাশিত: ০৯:৩৪, ৭ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রীর তহবিলে প্রাণিসম্পদের অনুদান

স্টাফ রিপোর্টার ॥ করোনা সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর-অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের দেয়া ১ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। একইসঙ্গে বিসিএস (কৃষি) এ্যাসোসিয়েশনের সব ক্যাডাররা এবার বৈশাখী ভাতা না নিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিসিএস (কৃষি) এ্যাসোসিয়েশন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আলাদা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিসিএস (কৃষি) এ্যাসোসিয়েশন সভাপতি কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আফজাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের মহাদুর্যোগের প্রেক্ষিতে বিসিএস (কৃষি) এ্যাসোসিয়েশনের জরুরী করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রাণঘাতী করোনায় কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বিসিএস (কৃষি) এ্যাসোসিয়েশনের সব ক্যাডার এ বছরের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব রওনক মাহমুদ উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের অনুপ্রেরণা ও উৎসাহে মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মেরিন ফিশারিজ একাডেমির কর্মকর্তারা বৈশাখী ভাতা ও কর্মচারীরা একদিনের বেতন মিলিয়ে মোট ১ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেন।
×