ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ২০৮ রোগীকে কোটি টাকার সহায়তা

প্রকাশিত: ০৮:৫২, ১৮ মার্চ ২০২০

কিশোরগঞ্জে ২০৮ রোগীকে কোটি টাকার সহায়তা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৭ মার্চ ॥ ‘মুজিববর্ষ’ উপলক্ষে এক কোটি চার লাখ টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলার ২০৮ দূরারোগ্য রোগীকে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। মঙ্গলবার দুপুরে তিনি জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সদর ও হোসেনপুর উপজেলার মোট ৬৪ ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক এ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে তাঁত শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার উল্লাপাড়া উপজেলার একটি খাস পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩২) নামে এক তাঁত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নিহতের স্বজন একই গ্রামের আব্দুর রহমান, মাসুদ ও নিহতের বাবা আব্দুল জব্বারসহ আরও দুইজন।
×