ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির অভিভাষণ ৪ এপ্রিল

প্রকাশিত: ১১:৩৭, ১৭ মার্চ ২০২০

প্রধান বিচারপতির অভিভাষণ ৪ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে আগামী ৪ এপ্রিল দিক নির্দেশনামূলক অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষে বিচার বিভাগে আরও গতিশীলতা আনার লক্ষ্যে আগামী ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রীমকোর্ট অডিটরিয়ামে ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্দেশনামূলক অভিভাষণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে অভিভাষণ দেবেন। আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ওইদিন দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণকে অভিভাষণ প্রদান অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
×