ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলমত নির্বিশেষে করোনা মোকাবেলায় এগিয়ে আসুন ॥ নাসিম

প্রকাশিত: ১২:৫৮, ১৬ মার্চ ২০২০

  দলমত নির্বিশেষে করোনা মোকাবেলায় এগিয়ে আসুন ॥  নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম করোনাভাইরাস মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, অহেতুক আতঙ্কিত না হয়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতন্ত্রী পার্টির উদ্যোগে উগ্র জঙ্গীবাদবিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি আরও বলেন, ১৯৭১ সালে ভয়কে জয় করে বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন যে কোন দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে। বাঙালীরা ভয়কে জয় করতে শিখেছে। বিএনপি-জামায়াত সৃষ্ট উগ্র জঙ্গীবাদ দমন হয়েছে। অন্ধকারের বাংলাদেশ এখন আলোকিত। দারিদ্র্য পরাজিত করেছি। তাহলে আমরা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী রোগ করোনা কেন রুখতে পারব না? সাবেক এই মন্ত্রী বলেন, বাঙালী সাহসী জাতি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আমরা জানি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বান, আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকব। সতর্ক থাকব। অহেতুক আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলব। আর করোনাভাইরাস মোকাবেলায় সবাই এগিয়ে আসুন। এখন রাজনীতি করার সময় না। জনগণের পাশে দাঁড়ানোর সময়। মোহাম্মদ নাসিম বলেন, এদেশে ধর্মীয় উগ্রবাদ অনেক মানুষের জীবন নিয়েছে। এখন আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই- এটাই শেখ হাসিনার রাজনীতি, ১৪ দলের রাজনীতি। তাই স্বাধীনতাবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে- এটাই হোক মুজিববর্ষের আমাদের শপথ। গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে সেমিনারে জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রখ্যাত আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
×