ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় শিশু হত্যার দায়ে চাচির যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৫৮, ১৬ মার্চ ২০২০

 কুষ্টিয়ায় শিশু হত্যার দায়ে চাচির যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ মার্চ ॥ সদ্যোজাত শিশু মুক্তা রানী দাসকে হত্যার দায়ে চাচি শাপলা রানী দাসকে (২২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামীর আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত শাপলা রানী দাস কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বিশু কুমার দাসের স্ত্রী। আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২২ জানুয়ারি দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের মানিক কুমার দাসের ৩ মাস বয়সী শিশু মুক্তা রানী দাস ঘরের বারান্দায় শোয়া অবস্থায় থেকে নিখোঁজ হয়। ওইদিন রাত পৌনে ৮টার দিকে বাড়ির পার্শ্বস্থ টিউবওয়েলের পাশ থেকে শিশু মুক্তা রানী দাসের মৃতদেহ উদ্ধার করে তার স্বজনরা। এ ঘটনার পরদিন শিশুটির দাদা সুনীল কুমার দাস বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
×