ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিজেপিতে ১৩ বিধায়কের যোগদান

প্রকাশিত: ১২:০১, ১২ মার্চ ২০২০

বিজেপিতে ১৩ বিধায়কের যোগদান

মধ্যপ্রদেশের পর কি এবার গুজরাট? জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলত্যাগের পর মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের পতন এক প্রকার নিশ্চিত। মুখ্যমন্ত্রী কমলনাথ কোন জাদুমন্ত্রবলে বাঁচাতে না পারলে পতন অনিবার্য। মধ্যপ্রদেশের এই ধাক্কা সামলে ওঠার আগেই গুজরাট থেকে দুঃসংবাদ পেল কংগ্রেস। বিজেপির দাবি, কংগ্রেসের অন্তত ১৩ বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এবং আসন্ন রাজ্যসভা নির্বাচনের পরেই তারা দলত্যাগ করবেন। যদিও কংগ্রেস বলছে, ‘অল ইজ ওয়েল’। গুজরাট বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কংগ্রেসের অনেক বিধায়ক দলের কার্যকলাপে অসন্তুষ্ট। এদের মধ্যে অন্তত ১৩ বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান। রাজ্যসভা নির্বাচনে এরা বিজেপিকেই সমর্থন করবেন। এবং নির্বাচন মিটলেই গেরুয়া শিবিরে শামিল হবেন। উল্লেখ্য, গুজরাট বিধানসভায় ভাঙা-গড়ার খেলা নতুন কিছু নয়। - আনন্দবাজার পত্রিকা
×