ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩০ বছরেও সংস্কার হয়নি সড়ক-

প্রকাশিত: ১০:১৫, ৯ মার্চ ২০২০

৩০ বছরেও  সংস্কার হয়নি সড়ক-

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৮ মার্চ ॥ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপপূর্ণ স্কুল সড়কটি দীর্ঘ ৩০ বছর সংস্কারবিহীন পড়ে আছে। ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে প্রতিদিন দুর্ভোগ নিয়ে স্কুলে যাতায়াত করছে। চরম দুর্ভোগ পোহাতে হয় বর্ষা মৌসুমে । জল-কাদায় একাকার হয়ে যায় ছাত্রছাত্রীরা। অথচ মাত্র ১ কিলোমিটার এই স্কুল সড়কটির সঙ্গে ইউনিয়নের বড় দুটি সংযোগ সড়ক বেতাগী-আমিনউল্লা সড়ক ও পোমরা-রামগতিহাট সড়কের সঙ্গে সংযোগ রয়েছে। স্কুলের প্রায় ১২০০ ছাত্রছাত্রীর মধ্যে অধিকাংশ এই সড়ক দিয়ে স্কুলে আসা-যাওয়া করে । এ ছাড়া প্রতিদিন শতাধিক পথচারীও এই পথে যাতায়াত করে। স্কুল-এলাকাবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। স্কুল পরিচালনা পরিষদ সদস্য মোঃ হারুন চৌধুরী অভিযোগ করেন, বিগত ৩০ বছরে স্কুল সড়কের আশেপাশে অনেক সংযোগ সড়কের কাজ হয়েছে কিন্তু এই সড়কের কোন কাজ হয়নি। ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৭/২০১৮ অর্থবছরে ইউডিএফ তহবিল (বার্ষিক উন্নয়ন তহবিল) থেকে দুই দফায় ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকার ইট বিছানোর কাজ হয়েছে । স্কুলের মূল সড়ক বাদ দিয়ে ছোট সংযোগ সড়কে এই ইট বিছানোর কাজ করা হয়েছে। অথচ নামফলকে লেখা রয়েছে বেতাগী স্কুল সড়কে ইট বিছানো (পার্ট ১)। এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের অভিযোগ, যে সড়কে ইট বিছানো হয়েছে এটি স্কুল সড়ক নয়, এটি কম গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক । এভাবে ৩ কিস্তিতে প্রায় ৯ লাখ টাকার ইট বিছানোর কাজ হয়েছে স্কুলের অন্য সংযোগ সড়কে। কিন্তু স্কুল সড়কে একটি ইটও বিছানো হয়নি।
×