ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর যোগদানের বিরোধিতা শিষ্টাচার পরিপন্থী ॥ জাসদ

প্রকাশিত: ১০:১৯, ৭ মার্চ ২০২০

 মুজিববর্ষের অনুষ্ঠানে  ভারতের প্রধানমন্ত্রীর  যোগদানের বিরোধিতা  শিষ্টাচার  পরিপন্থী ॥  জাসদ

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর যোগদানের বিরোধিতা কূটনীতিক শিষ্টাচার পরিপন্থী মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বলছে, দেশের স্বার্থবিরোধী বস্তাপচা সস্তা নেতিবাচক রাজনীতি থেকে বিএনপিসহ সাম্প্রদায়িক দলগুলোকে সরে আসা উচিত। শুক্রবার ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, মুজিববর্ষে বাংলাদেশ সরকার আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ গ্রহণ করে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগদানের বিষয়ে বিএনপিসহ কতিপয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে বিরোধিতা করছে তা শুধু কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থীই নয়, দেশের স্বার্থ বিরোধী বস্তাপচা সস্তা নেতিবাচক রাজনীতি মাত্র। জাসদ নেতৃদ্বয় বলেন, ভারতের নাগরিকত্ব সংশোধন আইন বা একে কেন্দ্র করে দিল্লী সহিংসতাকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় কূটনীতিক সম্পর্কের মধ্যে টেনে আনা উচিত নয়।
×