ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা

প্রকাশিত: ১০:৪১, ৬ মার্চ ২০২০

 বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা

বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি ব্যবহার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিষিদ্ধ করেছে। সময় জানার জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। এ ছাড়া পরীক্ষার হলে প্রার্থীগণ মুখে ও কানে কোন আবরণ রাখতে পারবেন না, মুখ ও কান খোলা রাখতে হবে। পরীক্ষা হলে প্রার্থীগণ গহনা-অলঙ্কার জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা হলে ক্রেডিটকার্ড/ব্যাংককার্ড এবং তৎসদৃশ কোন কিছু বহন করা যাবে না। পরীক্ষার হলে কোন প্রার্থীর কাছে মোবাইল ফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি, ইলেক্ট্রনিক ডিভাইস, বই পুস্তক, ক্যালকুলেটর, মানিব্যাগ, ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পলীক্ষা বিধিমালার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। আগামী ৮ এবং ৯ মার্চ ৪০তম বিসিএসএর পদসংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষার দিনে নিষিদ্ধ বস্তু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ না করার জন্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
×