ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘তারা কিভাবে মনোনয়ন পেলেন আমরা জানি না’

চসিক নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন নিয়ে মেয়র নাছিরের অসন্তোষ

প্রকাশিত: ১২:০৫, ৩ মার্চ ২০২০

চসিক নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন নিয়ে মেয়র নাছিরের অসন্তোষ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বেশ ক’জন বিতর্কিতকে মনোনয়ন দেয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তারা তো জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। কিন্তু বিগত দিনে তাদের কর্মকা- কী ছিল? তারা কিভাবে মনোনয়ন পেলেন আমরা জানি না। মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চসিক নির্বাচনে এবার মেয়র পদে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও গত ১৮ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছিলেন, তিনি অপরাজনীতি, মিথ্যাচার ও ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এহেন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ওঠে, এই ষড়যন্ত্রটা করল কে বা কারা? প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্ররোচিত হতে পারেন? সোমবার চট্টগ্রামে মহানগর আওয়ামী যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি কাউন্সিলর পদে মনোনয়নের বিষয়ে এক প্রকার ক্ষোভই প্রকাশ করলেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে এবার মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বেশিরভাগই বাদ পড়েছেন। সোমবার অনুষ্ঠিত আওয়ামী যুবলীগের প্রতিনিধি সভায় অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, বিতর্কিতরাও কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। এই প্রশ্ন অনেকে আমাকে করেছেন। মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছেও অনেকে প্রশ্ন করেছেন, এই প্রার্থীগুলো কিভাবে মনোনয়ন পেল। আসলে আমরা কিছুই জানি না। কাউন্সিলর প্রার্থী কারা মনোনয়ন দিয়েছেন সে বিষয়ে কি আমরা কিছু জানি? এ মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে চট্টগ্রামের কেউ জড়িত নন। এই প্রার্থীদের যারা রেকমেন্ডেশন করেছে, তারা কারা? তারা কি জেনে-শুনে করেছেন? যারা মনোনয়ন পেয়েছেন তারা কাউন্সিলর হলে সংগঠনের কী কল্যাণ হবে? বিগত দিনে তাদের কী কর্মকা- ছিল? এই প্রতিনিধিরা মানুষের কি কোন কল্যাণ করতে পারবে? তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের মনোনয়ন বোর্ড যাদের সমর্থন দিয়েছে তাদের মেনে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র আ জ ম নাছির উদ্দীন এমন সময়ে এই অসন্তোষের কথা জানালেন, যখন আগামী ৫ মার্চ বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে একটি বৈঠক নির্ধারিত রয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার নেতারা। এর আগে অনুষ্ঠিত এক বৈঠকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বার্তাও দেয়া হয়েছে। ভোটার দিবসে আহ্বান ॥ এদিকে, আগামী ২৯ মার্চ চসিক নির্বাচনে কেন্দ্রে এসে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। ‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যে এবারের ভোটার দিবসে চট্টগ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। চট্টগ্রামের আঞ্চলিক কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা। সভা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান। ঢাকার দুই সিটি নির্বাচনে কম ভোট পড়ার অভিজ্ঞতায় চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে নির্বাচন যেন এমন না হয়। কিভাবে ভোট প্রদানে আগ্রহ বাড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করছি। ইভিএমের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, ইভিএম সবদিক থেকে সুরক্ষিত। চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ হাসানুজ্জামান বলেন, ভোটার হওয়া মানে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া। নাগরিকদের উচিত ভোট প্রদানের মাধ্যমে তাদের অধিকার প্রয়োগ করা। চসিক নির্বাচন উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করে তিনি কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। ইভিএম নিয়ে যেন সব ধরনের সংশয় দূরীভূত হয় সেজন্য তিনি প্রদর্শনের সময় বিষয়টি যাচাই করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। ভোটার দিবসে সকাল ৯টায় সার্কিট হাউস থেকে বের করা হয় একটি বর্ণিল শোভাযাত্রা, যা এম এ আজিজ স্টেডিয়াম ঘুরে ফের সার্কিট হাউসে গিয়েই শেষ হয়।
×