ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ ॥ সেবা ব্যাহত

প্রকাশিত: ১০:০৮, ৩ মার্চ ২০২০

নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ ॥ সেবা ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, ২ মার্চ ॥ লাকসামে নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি ১৯৮৪ সালে নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় নির্মিত হয়। দীর্ঘ ৩৬ বছর অতিবাহিত হলেও রাজস্ব খাতে অর্šÍভুক্ত না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে লাখোর্ধ মানুষ। চিকিৎসাসেবা নিশ্চিত করতে ও নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে অত্যাধুনিক চিকিৎসাসেবা পেতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী। জানা গেছে, নেদারল্যান্ড সরকারের আর্থিক সাহায্যে ১৯৮৪ সালে বাংলাদেশে ৪৩টি উপস্বাস্থ’্য কেন্দ্র নির্মাণ করা হয়। লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল মজিদ খান, এলাকার মানুষ চিকিৎসাসেবা পেতে ৭৫ শতক জমি দান করেন। ওই দানকৃত সম্পত্তিতে নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রটির ৩টি ভবন নির্মাণ করা হয়। অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবার জন্য একজন মেডিক্যাল অফিসার, একজন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, একজন ফার্মাসিস্ট, ও একজন এমএলএসএস পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করা হয়। উক্ত পদগুলোতে জনবল কাঠামো মোতাবেক নিয়োগ দিলেও স্বাস্থ্যকেন্দ্রটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় কোন চিকিৎসক থাকে না। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার লাখোর্ধ মানুষ। নেদারল্যান্ড সরকারের আর্থিক সাহায্যে নির্মিত ৪৩টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ৪২টি উপস্বাস্থ্য কেন্দ্র বর্তমান সরকার ইতোমধ্যে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করেছে। প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দিয়ে গরিব ও দুঃখী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে। তাই লাকসামে নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে লাখ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্তৃপক্ষসহ আপামর গণমানুষের নেতা শেখ হাসিনার কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি অত্যন্ত সুন্দর, স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে অবস্থিত। এখানে দীর্ঘ বছর কোন চিকিৎসক না থাকায় অযতœ অবহেলায় ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এই বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত উপসহকারী মেডিক্যাল অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, প্রতিদিন একশ থেকে দেড়শ’ রোগী চিকিৎসা নিতে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। লাকসাম পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী আহম্মদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি রাজস্ব খাতে নেয়া হলে এলাকার মানুষ সুনিশ্চিত চিকিৎসা পাবে। এ বিষয়ে লাকসাম পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম মজুমদার জনকণ্ঠকে জানান, বর্তমান সরকার গরিব ও দুঃখী মানুষের সরকার। গরিব-দুঃখী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের নেত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি জোর দাবি জানাচ্ছি। লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল আলী জানান, নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে জনবল কাঠামো অনুসারে চিকিৎসক নিয়োগ দেয়া হলে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসাসেবা পাবে।
×