ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:৩০, ৩ মার্চ ২০২০

চবি শিক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীর শ্লীলতাহানি করার অপরাধে এক শিক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। জানা যায়, এক ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী প্রবীর ঘোষ। এরই ধারাবাহিকতায় রবিবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় এলাকায় মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সে। ভুক্তভোগীর সহপাঠীরা ছেলেটি ধরে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। ‘তিনবিঘা এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবি নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ মার্চ ॥ বুড়িমারী-ঢাকা রেলরুটে ‘তিনবিঘা এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে জেলার হাতীবান্ধা রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশীল সমাজসহ অন্যান্য সংগঠন। সোমবার দুপুর সাড়ে ১২টায় হাতীবান্ধা রেল স্টেশনের প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নুরল হক প্রমুখ। সিলেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে সোমবার ভোরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের হামলায় বৃদ্ধা মহিলাসহ তিনজন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের ব্যবসায়ী শাহাব উদ্দিনের বাড়ি থেকে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়। ঘরের দরজা ভেঙ্গে সশস্ত্র ১২-১৩ মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ২ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল সেটসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় গৃহকর্তা শাহাব উদ্দিন ডাকাত দলকে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাত সদস্যরা শাহাব উদ্দিন ও তার ভাই জাহাঙ্গীরকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
×