ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছড়িয়ে পড়া রুখতে কঠোর পদক্ষেপ ইতালির

প্রকাশিত: ১১:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০

  ছড়িয়ে পড়া  রুখতে কঠোর পদক্ষেপ ইতালির

ইউরোপে নতুন করোনাভাইরাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালি। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৭৯ জনে দাঁড়ানোর পর শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে প্রাদুর্ভাব রোধে জরুরী পরিকল্পনা ঘোষণা করেছেন। ইতালিতে আক্রান্ত দুই নাগরিকের মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। কন্তের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, উত্তর ইতালির লমবারদি ও ভেনেতো অঞ্চলের ১২টির মতো শহর কার্যকরভাবে কোয়ারেন্টিন করা হয়। ওই শহরগুলোর প্রায় ৫০ হাজার বাসিন্দাকে কর্তৃপক্ষ বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। প্রাদুর্ভাবের এলাকাগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কন্তে। শুধু বিশেষ অনুমতি নিয়েই ওই এলাকাগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। -বিবিসি
×