ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৯:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২০

 কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই  ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২১ ফেব্রুয়ারি ॥ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফুজ্জামান ইমন ও জাহাঙ্গীর নামে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পুলিশের ৩ সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া লোহারপুল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে। পুলিশ জানায়, আদর্শ সদর উপজেলার পালপাড়া লোহারপুল ব্রিজের পাশে সশস্ত্র ডাকাতদল অবস্থান করছে এমন খবরে ওই এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের ৩ সদস্য এবং দুই ডাকাত আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্র্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাতরা হচ্ছে- জেলার আদর্শ সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুজ্জামান ইমন (৪০) এবং আড়াইওরা এলাকার নিরু মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৮)। রূপগঞ্জে মাদক বিক্রেতা নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক মাদক বিক্রেতা (৪০) নিহত হয়েছে। শুক্রবার সাড়ে ৩টায় উপজেলার কালনী এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত মাদক বিক্রেতার নাম পরিচয় পাওয়া যায়নি। র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা উপজেলার কালনী চেকপোস্টে ডিউটি করাকালীন একটি গাজীপুরগামী একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করলে প্রাইভেটকারটি চেকপোস্টটি অতিক্রম করে দ্রুত চলে যায়। পরে র‌্যাব প্রাইভেটকারটি ধাওয়া করে ধরার চেষ্টা করলে প্রাইভেটকারের ভেতরে থাকা ৪ জন অজ্ঞাত ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুড়লে এ সময় একজন গুলিবিদ্ধ হয়। এসময় বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় ২টি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ২’শ ৯৬ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করেছে র‌্যাব। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ওই মাদক ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জে ধর্ষক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, ৬ বছরের শিশু রিমা ধর্ষক ও হত্যাকারী তরিকুল ওরফে সাদ্দাম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত তরিকুল ওরফে সাদ্দাম (৩৫) হচ্ছেন সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের নোমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি আটক করে। পরে তাকে নিয়ে আসার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় তরিকুল ওরফে সাদ্দামের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় তরিকুল ওরফে সাদ্দাম তার সহযোগীদের গুলিতেই বুকে গুলিবিদ্ধ হলে তাকে রাত ৯টার দিকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেকনাফে মাদক কারবারি স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ও মানবপাচারে জড়িত মোজাহের নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি উক্ত ঘটনায় তাদের তিন সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা। নিহত যুবক মোঃ মোজাহের (২৫) সাবরাং হারিয়াখালীর হাকিম আলীর পুত্র। জানা যায়, শুক্রবার গভীর রাত ২টার দিকে সাবরাং হারিয়াখালী মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উপকূলীয় এলাকায় পুলিশের একটি দল মাদক ও মানবপাচার বিরোধী অভিযানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে অপরাধীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত মোজাহের গত কয়েক মাস আগে সাবরাং হারিয়াখালীর মন্জুর নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। সে ওই ঘটনার পলাতক আসামি।
×