ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ম যার যার, সংস্কৃতি সবার ॥ শার্শায় সম্প্রীতি সংলাপ

প্রকাশিত: ১০:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  ধর্ম যার যার, সংস্কৃতি সবার ॥ শার্শায় সম্প্রীতি সংলাপ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিভেদ-সংঘাত ভুলে দেশকে সম্প্রীতির পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সঙ্কল্প সম্প্রীতি বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধাদের আত্মাহুতি ও রক্ত যেন বৃথা না যায় সেজন্য সবাইকে একত্রিত হতে হবে। ধর্মের দোহাই দিয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধকে জলাঞ্জলি দিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের আবার বায়ান্ন, চুয়ান্ন, ঊনসত্তর আর একাত্তরের মতো এক হয়ে হিংস্র শকুনদের দলকে রুখে দেয়ার জন্য কাজ করতে হবে। এই জাতীয় সংগঠনের উদ্যোগে সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘সম্প্রীতি সংলাপে’ সভাপতির বক্তৃতাকালে তিনি আরও বলেন, সম্প্রীতিবিরোধী একটি শক্তি এখনও সমাজে দাঁড়িয়ে আছে। তারা নানা কৌশলে অপপ্রচার চালাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি সব সম্প্রদায়ের মানুষের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও বন্ধুত্বের মতো বসবাস, একে অপরে সহযোগিতার আহ্বান জানান। বাঙালীর হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্য নতুন করে সবার মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই সংলাপের আয়োজন করা হয়। ‘গাহি সাম্যের গান শতবর্ষের পথে বঙ্গবন্ধু’ এও ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এ সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ। সংলাপে বিশেষ অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ইউএনো পুলক ম-ল, সম্প্রীতি বাংলাদেশের নির্বাহী সদস্য মিহির কান্তি ঘোষাল। এছাড়াও বক্তব্য রাখেন শার্শা থানার ওসি আতাউর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, উপজেলা খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি সলোমন দাশ। অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ অহিদুল হক। সম্প্রীতি সংলাপের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভাপতির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালী সংস্কৃতির মূল কথা হলো অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি। আর এটি বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা লালনের কোন বিকল্প নেই। বাংলাদেশ হচ্ছে একটি ফুলের বাগান, সবাই সবার ধর্ম পালন করবে কিন্তু সংস্কৃতির বেলায় আমরা সবাই এক। শার্শা উপজেলার সব জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী ও আলেম অনুষ্ঠানে যোগ দেন।
×