ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে পিপি হত্যা

৫ জেএমবি জঙ্গীর মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ১১:০২, ১১ ফেব্রুয়ারি ২০২০

৫ জেএমবি জঙ্গীর মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠি আদালতের সাবেক সরকারী কৌঁসুলি (পিপি) হায়দার হোসাইন হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তবে এই তদন্ত প্রতিবেদন এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। আশা করা হচ্ছে শীঘ্রই এ প্রতিবেদন দাখিল করা হবে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ঝালকাঠি আদালতের সাবেক পিপি হায়দার হোসাইন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির পাঁচজনের মৃত্যুদ-ের রায় বহাল রেখেছে হাইকোর্ট। আসামিরা হলো- বেল্লাল হোসেন, আবু শাহাদাৎ তানভীর ওরফে মেহেদী হাসান, মুরাদ হোসেন, ছগির হোসেন ও আমীর হোসেন। বেল্লাল হোসেন ছাড়া বাকিরা কারাগারে। সংশ্লিষ্ট মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপীল শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শাহাজান ও কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। এসপি হারুনের বিরুদ্ধে তদন্ত শেষ নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তবে এই তদন্ত প্রতিবেদন এখনও দাখিল করা হয়নি। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত তালুকদার।
×