ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর ৩৬ দিন

প্রকাশিত: ১১:০১, ৯ ফেব্রুয়ারি ২০২০

আর ৩৬ দিন

স্টাফ রিপোর্টার ॥ বাকি আর ৩৬ দিন। আগামী ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন শুরু হবে। এখন চলছে জোর প্রস্তুতি। বিশেষ ক্ষণে জাতির পিতাকে শ্রদ্ধা ভালবাসায় স্মরণ করবে গোটা জাতি। সে লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ভারতের ত্রিপুরা, মেঘালয়, অসম ও শিলংয়ে নাগরিক মিলনমেলা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়নের কথা রয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সৈনিক পরিবারের সদস্যদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। ইতিহাসটি সকলের জানা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বন্ধু রাষ্ট্র ভারত। মুক্তি বাহিনীর পাশাপাশি প্রাণপণ লড়েছিলেন ভিনদেশী সেনারা। শহীদও হয়েছিলেন বড় সংখ্যায়। মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর ঠিক কত সৈন্য নিহত হয়েছিলেন, তার সঠিক কোন পরিসংখ্যান এখনও পাওয়া যায় না। কোন কোন সূত্র মতে, সংখ্যাটি ৩ হাজার ৯০০। আর আহত হয়েছিলেন ৯৮৫১ জন। আরেকটি হিসাব মতে, নিহতের সংখ্যা ১৯৮০। এত বেশি সংখ্যক সৈন্য প্রাণ দিলেও তাদের অবদানের তেমন স্বীকৃতি নেই। চোখে পড়ে না। এ অবস্থায় বর্তমান সরকার মুক্তিযুদ্ধে অংশ নেয়া বন্ধুদের কয়েক দফায় সম্মাননা জানায়। এবার মুজিবর্ষে আমন্ত্রণ জানানো হবে শহীদ পরিবারকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সৈন্যদের পরিবারের সদস্যদের দেখানো হবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর।
×