ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে অগ্নিদুর্ঘটনা

প্রকাশিত: ০৮:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২০

অপরিকল্পিত নগরায়ণে  বাড়ছে অগ্নিদুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ॥ ঢাকার পর এবার আগুনের রাহু বাড়িয়েছে কেরানীগঞ্জে। একের পর এক আগুন দুর্ঘটনায় মারা যচ্ছে বহু মানুষ। আগুনে দগ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে অনেকে। পথে বসে যাচ্ছে বহু পরিবার। ক্ষয়-ক্ষতির পরিমাণের পাল্লাও ভারি হচ্ছে। বর্তমানে কেরানীগঞ্জে দিন দিন অগ্নিকান্ডের সংখ্যা বাড়ছে। বাসা-বাড়ি, কল-কারখানা, কেমিক্যাল গোডাউন, দোকানপাটসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বাড়ছে অগ্নিঝুঁকি। একে তো নেই কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা। তাছাড়া কেরানীগঞ্জের রাস্তাঘাটগুলো এতই সরু যে কোথাও অগ্নিকান্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারে না। জনগণ রাস্তার কথা বিবেচনা না করে তৈরি করছে বাসা-বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান। নিয়মনীতির তয়োক্কা না করেই বৈদ্যুতিক তার, ওয়াইফাইর তারসহ সকল প্রকার তার টানা হচ্ছে ইচ্ছামতো। সম্প্রতি গত বছরের শেষের দিকে আলোচিত প্রাইম পেট এ্যান্ড প্লাস্টিক ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ২৩ জন নিহত ও আহত হয়েছিল অর্ধশতাধিক। ফলে কেরানীগঞ্জে বাড়ছে অগ্নি আতঙ্ক। কেরানীগঞ্জে গত ১ বছরে অগ্নিকান্ডের সংখ্যা মোট ৮১। অগ্নিকান্ডে প্রাণহানি হয়েছে ২৪ জনের ও গুরুতর আহত হয়েছে ৪৪ জন এবং সুরক্ষিত উদ্ধার হয়েছে ৪০ জন। ৮১ অগ্নিকান্ডে মোট ক্ষতির পরিমাণ ৯৫ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা এবং উদ্ধার হয়েছে ১শ’ ২১ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার মালামাল। অগ্নিকান্ডগুলোর মধ্যে দোকানপাট, বাজার, কারখানা ও গুদামে মোট অগ্নিকান্ডের সংখ্যা ৩৭টি যেখানে ক্ষতি হয়েছে মোট ৯৫ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা এবং উদ্ধার হওয়া মালামালের মূল্য ১শ’ ২১ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। বাসা-বাড়িতে ঘটেছে ১২টি যেখানে ক্ষতি হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকা ও উদ্ধার হওয়া মালামালের পরিমাণ ১৪ লাখ ৮০ হাজার টাকা। চুলার আগুন থেকে অগ্নিকান্ড ঘটেছে ৬টি যেখানে ক্ষতির পরিমাণ ৬০ হাজার টাকা ও উদ্ধার হওয়া মালামালের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া অন্যান্য ছোটখাটো অগ্নিকান্ডের সংখ্যা মোট ৩২টি এবং ক্ষতির পরিমাণ ১ লাখ টাকা ও উদ্ধার হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকার মালামাল। বছরজুড়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্ভের সংখ্যা ছিল সরকারীভাবে ১টি ও বেসরকারীভাবে ২টি। মহড়ার সংখ্যা ছিল সরকারীভাবে ৩টি ও বেসরকারীভাবে ১৮টি। বহুতল ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের সংখ্যা মোট ৪৪টি। এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণসংযোগ করেছে মোট ৫৯টি। ঢাকা শহরের উপকণ্ঠে ১৬৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে অবস্থিত কেরানীগঞ্জ উপজেলা। বিশাল এ অঞ্চলে দুটি থানা থাকলেও ফায়ার স্টেশন একটি।
×