ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ দিন পর ভারত থেকে আনা হলো আরশাদের মরদেহ

প্রকাশিত: ১১:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২০

৯ দিন পর ভারত থেকে আনা হলো আরশাদের মরদেহ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ ফেব্রুয়ারি ॥ চিকিৎসা করাতে গিয়ে ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নয় দিন আগে মারা যায় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলিয়াটুলি গ্রামের বাসিন্দা আরশাদ আলি (৬৩)। কিন্তু পাসপোর্টে উল্লেখিত নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকার কারণে এতদিন মরদেহ ফেরত দেয়নি ভারতের বালুবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বাংলাদেশ পুলিশ ও বিজিবি’র সহায়তায় মৃত্যুর ৯দিন পর মঙ্গলবার রাত ১১টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আরশাদের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানান তার দুই ছেলে নুরজামান ও নুর ইসলাম। এর আগে ২৭ জানুয়ারি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরশাদের মৃত্যু হলে ২৮ জানুয়ারি হাসপাতালের মর্গে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয় এবং বাকি দিনগুলো সে হাসপাতালের মর্গেই তার মরদেহ পড়ে ছিল বলে জানান তারা। আরশাদ আলীর ছেলে নুর ইসলাম জানান, বাবার পাসপোর্টে মোহাম্মদ উল্লেখ ছিল না। আর জাতীয় পরিচয়পত্রে মোহাম্মদ উল্লেখ রয়েছে। বাবার মৃত্যুর পর মরদেহ চাইলে নাম নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে আমরা হিলির স্থলবন্দরের পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতা নিয়ে মরদেহ ফেরত চাইলে মঙ্গলবার রাতে ফেরত দেয় বিএসএফ ।
×