ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চীনে বাংলাদেশের প্রদর্শনকলা নিয়ে রামেন্দু মজুমদার

প্রকাশিত: ১২:০৭, ৩০ জানুয়ারি ২০২০

চীনে বাংলাদেশের প্রদর্শনকলা নিয়ে রামেন্দু মজুমদার

সংস্কৃতি ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) ও সাংহাই থিয়েটার একাডেমির আয়োজনে ১৭-২০ জানুয়ারি ২০২০ চীনের সাংহাইতে এশিয়ায় ঐতিহ্যগত প্রদর্শনকলার বিকাশ, সংকট ও সংরক্ষণ নিয়ে একটি বিশেষজ্ঞ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশ থেকে যোগদান করেন আইটিআইর সাম্মানিক বিশ^ সভাপতি বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার। আমন্ত্রিত অন্যান্য বিশেষজ্ঞরা এসেছিলেন চীন, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, গ্রীস, হংকং চায়না, জাপান ও তুরস্ক থেকে। সভায় রামেন্দু মজুমদার বাংলাদেশের প্রধান কয়েকটি ঐতিহ্যগত প্রদর্শনকলার সংক্ষিপ্ত পরিচিতি ও এর বর্তমান অবস্থা তুলে ধরেন। এসব শিল্পমাধ্যমকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যে শিল্পীদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। গত ১৯ জানুয়ারি প্রতিনিধিরা আনহোয়ী প্রদেশের বেংবুতে প্রস্তাবিত ট্রাডিশনাল পারফরমিং আর্টস্ ফেস্টিভ্যালের অনুষ্ঠানস্থল ৩৩ লাখ বর্গমিটার আয়তনের লেক রাইজিং মুন এ্যানসিয়েন্ট ডুয়েলিং এক্সপো পার্ক পরিদর্শন করেন।এশিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী প্রদর্শকলার সংরক্ষণে এ সভায় কতিপয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
×