ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়া পুলিশ শ্রমিক সংঘর্ষে দুই মামলা

প্রকাশিত: ১২:১৩, ২৮ জানুয়ারি ২০২০

তেঁতুলিয়া পুলিশ শ্রমিক সংঘর্ষে দুই মামলা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সনাতন পদ্ধতিতে সমতল ভূমি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়াকে কেন্দ্র করে ভজনপুর এলাকায় পুলিশ-পাথর শ্রমিক সংঘর্ষের ঘটনায় সরকারী কাজে বাধা প্রদান, সড়ক অবরোধ করে দাঙ্গা-হাঙ্গামা, পুলিশ, র‌্যাব সদস্যদের ওপর হামলা, যানবাহন ভাংচুর এবং শ্রমিক হত্যার ঘটনায় তেঁতুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলা দুটিতে কারও নাম উল্লেখ করা না হলেও অজ্ঞাত আসামি করা হয়েছে ৪ থেকে ৫ হাজার জনকে। মামলা দুটিরই বাদী হয়েছেন পুলিশ। শ্রমিক হত্যা মামলাটির এসআই লুৎফর রহমান এবং অন্যটির এসআই শাহাদৎ হোসেন বাদী হয়েছেন। রবিবার রাতে তেঁতুলিয়া থানায় এ মামলা দুটি রেকর্ড করা হয়। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সোমবার সকালে পুলিশ প্রহরায় নিহত শ্রমিক জুমার উদ্দিনের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে, গ্রেফতার আতঙ্কে ভজনপুর ও আশপাশ এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে।
×