ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৯:০৯, ১৯ জানুয়ারি ২০২০

সংক্ষিপ্ত খবর

ট্রাম্পের প্রাণদণ্ড চাইলেন মার্কিন সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের প্রাণদ- হওয়া উচিত বলে মন্তব্য করেছেন লেখক, সাংবাদিক এবং রেডিও উপস্থাপক কেভিন ব্যারেট। তিনি বলেন, জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে তাদের প্রাণদ- হওয়া উচিত। ব্যারেট বলেন, মিথ্যা এবং অসত্য দাবির ওপর ভিত্তি করে এটি ঘটানো হয়েছে। শুধু হত্যাকা- নয় বরং এটি যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করে তিনি বলেন, একে পুরোপুরি অবৈধই বলতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখনও খুনীদের দ- কার্যকর করা হয়। তাই ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সবার প্রাণদণ্ড দেয়া উচিত। -প্রেসটিভি আল আকসায় মুসল্লিদের ওপর হামলা জেরুজালেম শহরের আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর শুক্রবার হামলা হয়েছে। শুক্রবার ফজরের নামাজ আদায়ের সময় হামলাটি চালানো হয়। নামাজ শেষ করে মুসল্লিরা ‘আল্লাহু আকবর’ সেøাগান দিয়ে মসজিদ চত্বরে অবস্থান নিলে পুলিশ সদস্যরা মসজিদে প্রবেশ করে। পুলিশ সেখানে উপস্থিত নিরস্ত্র লোকজনকে ব্যাপক মারধর করে। এতে অনেক মুসল্লি গুরুতর আহত হন। আনাদোলু নিউজ এজেন্সি ১২৯ আরোহী নিয়ে ছিটকে পড়ল বিমান আমেরিকায় ১২৯ আরোহী নিয়ে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে ছিটকে গেছে একটি বিমান। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে বিমানবন্দরে তুষারপাতের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। উড্ডয়নের ঠিক আগে টেক্সিওয়ে থেকে ছিটকে যায় ডেল্টা এয়ারলাইন্সের এ৩১৯ বিমানটি। ফ্লাইট ১১১৪ বিমানটি মিশিগানের ডেট্রয়েট শহরের উদ্দেশে যাত্রা করতে যাচ্ছিল। সে সময় বিমানটি টার্মিনাল থেকে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ট্যাক্সিওয়ে থেকে বিমানটি উড্ডয়নের আগেই ছিটকে পড়ে। দুর্ঘটনার পর পরই বিমানবন্দরের বাসে করে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তাদের পুনরায় টার্মিনাল বি-তে নিয়ে যাওয়া হয়েছে। এএফপি।
×