ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যবিপ্রবি ভিসির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১১:৫১, ১৬ জানুয়ারি ২০২০

যবিপ্রবি ভিসির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য, রেজিস্ট্রার, জনসংযোগ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও সাংবিধানিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেয়া সাবেক অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এমকে রহমান। যবিপ্রবির পক্ষে ছিলেন আইনজীবী কেএম সাইফুদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। ২০১৮ ও ১৯ সালে বিশ্ববিদ্যালয়টির ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়। জবি ক্যাম্পাসে দুটি পত্রিকায় আগুন জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামালের পিএইচডি ডিগ্রী জালিয়াতির সংবাদকে ‘মিথ্যা’ অ্যাখা দিয়ে ‘দৈনিক যুগান্তর ও দৈনিক ইনকিলাব’ পত্রিকা দুটি পুড়িয়ে দিয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে রফিক ভবনের সামনে উক্ত পত্রিকা দুটি পোড়ানো হয়। এদিকে প্রক্টর মোস্তফা কামালের পিএইচডি ডিগ্রীর বিষয়ে কথিত অনিয়ম প্রসঙ্গে প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যা ও জরুরী তদন্তের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ঐক্যজোট এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন জানেন না এমন ‘মূর্খ সাংবাদিকরাই’ এ ধরনের সংবাদ লিখতে পারে।
×