ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নব্য জেএমবির আইটি প্রধানের স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ১১:৩৩, ১৫ জানুয়ারি ২০২০

নব্য জেএমবির আইটি প্রধানের স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মামলা

সংবাদদাতা, সাভার, ১৪ জানুয়ারি ॥ আশুলিয়ার গকুলনগরে এক প্রবাসীর বাড়ি থেকে আটক হওয়া নব্য জেএমবির আইটি প্রধান তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমীনসহ তিন জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়া থানার এসআই মিরাজ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন, নব্য জেএমবির আইটি প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী তানভীর হাসান। তার স্ত্রী গাজীপুর সদর থানার বহরিচালা গ্রামের শায়লা শারমিন ও তাদের সহযোগী জাকারিয়া জামিল। এদের মধ্যে তানভীর হাসান ও জাকারিয়া জামিল পলাতক রয়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে অভিযানে আটককৃত শায়লা শারমিনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
×