ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পাকিস্তান সফর তিন ধাপে

প্রকাশিত: ১১:২৯, ১৫ জানুয়ারি ২০২০

বাংলাদেশের পাকিস্তান সফর তিন ধাপে

মোঃ মামুন রশীদ ॥ মঙ্গলবার আসন্ন পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। মঙ্গলবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমঝোতায় পৌঁছে ৩ ধাপে পূর্ণাঙ্গ সিরিজ খেলার ব্যাপারে। শুরুতে ২৪ থেকে ২৭ জানুয়ারি লাহোরে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় ধাপে ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং তৃতীয় ধাপে করাচী গিয়ে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে ও ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ দল। বিসিবিও নিশ্চিত করেছে ৩ ধাপে পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি। ফলে দীর্ঘদিন ধরে পাক সফর নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেল। বাংলাদেশ সরকারও পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কিছুদিন আগে সরকারী আদেশনামা (জিও) পাঠিয়ে দিয়েছিল বিসিবি’র কাছে এবং সেখানে সুস্পষ্টভাবেই পরামর্শ দেয়া হয়েছিল, দীর্ঘ সময় ধরে পাকিস্তানে গিয়ে সিরিজ না খেলার। তাই বিসিবিও তেমনটাই চেয়েছিল। আর পিসিবি চেয়েছিল পূর্ণাঙ্গ সিরিজ নিজেদের মাটিতে খেলতে। তাই উভয় বোর্ড সমানভাবে লাভবান হলো এ সমঝোতায়। আইসিসি’র ভবিষ্যত সফর পরিকল্পনায় (এফটিপি) ১৮ জানুয়ারি বাংলাদেশ দলের পাক সফরে গিয়ে ৩ টি২০ ও ২ টেস্ট খেলার কথা থাকলেও নিরাপত্তা সমস্যার কারণে তাতে রাজি হয়নি বিসিবি। বিসিবি দাবি জানিয়ে আসছিল শুধু ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে এবং পরবর্তীতে পরিস্থিতি বুঝে টেস্ট সিরিজের সময় ও ভেন্যু নিশ্চিত করতে। পরিস্থিতি অনুকূল না হলে টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে করার আহ্বানও জানিয়ে রাখে বিসিবি। তা নিয়েই বিসিবি-পিসিবি দর কষাকষি চলছিল। পিসিবি’র দাবি ছিল একবারে পাক সফরে গিয়ে বাংলাদেশকে পূর্ণ সিরিজই খেলতে হবে এবং নিরপেক্ষ ভেন্যুতে কোন সিরিজ আয়োজন করবে না তারা। সর্বশেষ পিসিবি কিছুটা পিছু হটে। তারা নতুন করে বিসিবিকে আহ্বান জানায় আপাতত সফরে গিয়ে টি২০ সিরিজের পরিবর্তে ২ টেস্টের সিরিজ খেলতে। কারণ এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত হওয়ায় বেশি গুরুত্বপূর্ণ। গত রবিবার বিসিবি’র বোর্ড সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিষয়টির চূড়ান্ত সুরাহা হবে দুবাইয়ের আইসিসি সভায় পিসিবি’র সঙ্গে আলোচনার মাধ্যমে এবং বিসিবি ৩ টি২০ খেলার দাবিতেই অটল আছে। কারণ অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফের অধিকাংশই পাকিস্তান সফরে গিয়ে দীর্ঘ সময় থাকতে রাজি হয়নি। অবশেষে মঙ্গলবার দুবাইয়ে আইসিসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেটাই হয়েছে। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বিসিবি-পিসিবি’র মধ্যে সফরটি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়। দুই বোর্ড সমঝোতায় পৌঁছে। বিসিবি সভাপতি পাপন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘পিসিবিকে আমাদের অবস্থান বোঝার জন্য ধন্যবাদ। আমরা সন্তুষ্ট যে পারস্পরিক সমঝোতায় একটা সমাধানে পৌঁছা সম্ভব হয়েছে। এটা আমাদের আন্তরিক ইচ্ছার মাধ্যমে আইসিসি এফটিপি অঙ্গীকারকে শ্রদ্ধা জানানোর একটি বড় দৃষ্টান্ত।’ তিন ধাপে বাংলাদেশ দলের পাকিস্তান সফর চূড়ান্ত করে। শুরুতেই থাকছে ৩ ম্যাচের টি২০ সিরিজ। সেই সিরিজ খেলতে লাহোরে যাবে বাংলাদেশ। এই ভেন্যুতে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি ৩টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দেশে ফিরবে বাংলাদেশ দল। আবার ফেব্রুয়ারির শুরুতে গিয়ে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ। আবার দেশে ফিরে বাংলাদেশ দল এপ্রিলে যাবে করাচী। সেখানে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে খেলে একই ভেন্যুতে ৫ থেকে ৯ এপ্রিল খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্ট। পিসিবি চেয়ারম্যান এহসান মানি ও সিইও ওয়াসিম খান ছিলেন সভায়। ওয়াসিম বলেন, ‘বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফর করবে, এটি তাদের অনেক স্বস্তি দেবে এবং বিশ্বের যে কোন দেশের মতো পাকিস্তানকেও নিরাপদ ও নিশ্চিন্ত ভেন্যু হিসেবে প্রমাণ করবে। আর উভয় পক্ষই ভাল সমর্থন পাবে।’ তিনি আরও বলেন, ‘উভয় বোর্ডের জন্যই এটা লাভজনক হয়েছে। আমি খুশি যে সিরিজটি নিয়ে যে অনিশ্চয়তা চারদিকে ছড়িয়ে পড়েছিল তার সমাপ্তি ঘটেছে এবং এখন আমরা নির্বিঘœভাবে ম্যাচগুলো করার জন্য পরিকল্পনা শুরু করতে পারব এখন।’ সফরটি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। এবার সফর চূড়ান্ত হয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছে পিসিবি। পাক বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘আমি খুবই সন্তুষ্ট যে দু’টি গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশ বন্ধুত্বপূর্ণ মনোভাবে একটা সমাধানে পৌঁছেছে মহান এই খেলার সর্বোচ্চ স্বার্থে। আমি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেও তার নেতৃত্বদান করে দুই দেশের মধ্যে ক্রীড়া অব্যাহত রাখা নিশ্চিত করার জন্য ধন্যবাদ দিতে চাই।’ সফরসূচী ॥ ২৪ জানুয়ারি- প্রথম টি২০, লাহোর, ২৫ জানুয়ারি- দ্বিতীয় টি২০, লাহোর, ২৭ জানুয়ারি- তৃতীয় টি২০, লাহোর ৭-১১ ফেব্রুয়ারি- প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি, ৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচী ৫-৯ এপ্রিল- দ্বিতীয় টেস্ট, করাচী।
×