ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থ কারসাজির কালো তালিকা হতে চীনকে বাদ দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:১২, ১৫ জানুয়ারি ২০২০

অর্থ কারসাজির কালো তালিকা হতে চীনকে বাদ দিল যুক্তরাষ্ট্র

চীনকে অর্থ কারসাজির কালো তালিকা হতে বাদ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও চীন এখন তাদের মধ্যকার বাণিজ্যযুদ্ধ বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওয়াশিংটন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এ জন্য যে, চীন বিদেশী ক্রেতাদের জন্য তাদের নিজস্ব পণ্য সস্তা করতে মুদ্রার অবমূল্যায়ন থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন ও বেজিং এ বিষয়ে একটি চুক্তি করতে যাচ্ছে বলে জানা গেছে। ২০১৮ সালে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়া দেশ দুটি এবার নতুন চুক্তি অনুযায়ী ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে আশাবাদী হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন বলেন, ‘চীন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিযোগিতামূলক অবমূল্যায়ন থেকে বিরত থাকতে কার্যকর প্রতিশ্রুত দিয়েছেন।’ অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, চীনা পণ্যের মূল্য সস্তা করতে চীন ইয়ানের মূল্য কমিয়ে দিয়েছে। - বিবিসি প্যারিসে পকেটমার ও চোর ধরতে পুলিশের বিশেষ ইউনিট বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস। প্রতিবছর এখানে প্রায় ৩ কোটি বিদেশী পর্যটক বেড়াতে আসেন। শহরটির অনেক দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে আইফেল টাওয়ার, নোত্র দাম গির্জা, শঁজেলিজে সড়ক, আর্ক দ্য ত্রিয়োম্ফ, বাজিলিক দ্যু সাক্রে ক্যর, লেজাভালিদ্, পন্তেওঁ, গ্রঁদ আর্শ, পালে গার্নিয়ে, ল্যুভ্র জাদুঘর, ম্যুজে দর্সে, ম্যুজে নাসিওনাল দার মোদের্ন ইত্যাদি। ফ্রান্সের প্যারিসে পকেটমার, ছিনতাইকারীদের কর্মকা- এতই বেশি যে, ফ্রান্স সরকার অবশেষে এই পকেটমার, চোর, ছিনতাইকারীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ পুলিশ ইউনিট গঠন করতে বাধ্য হয়েছে। এই পুলিশ ইউনিটের কাজই হবে প্যারিসের মেট্রো, বাস, ট্রাম এবং ট্রেন স্টেশনসহ সকল জনসমাগম ও ট্যুরিস্ট স্থাপনায় অনবরত রাউন্ড দেয়া। -এএফপি
×