ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছায়ানট উৎসবে মাসুমের একক নৃত্য পরিবেশনা

প্রকাশিত: ০৯:৩৮, ১৪ জানুয়ারি ২০২০

ছায়ানট উৎসবে মাসুমের একক নৃত্য পরিবেশনা

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রজন্মের প্রতিভাবান কত্থক নৃত্যশিল্পী মোহাম্মদ মাসুম হুসাইন। আগামী ১৭ জানুয়ারি ছায়ানট আয়োজিত নৃত্য উৎসবে একক কত্থক নৃত্য পরিবেশন করবেন শিল্পী মোহাম্মদ মাসুম হুসাইন। তিনি বলেন, অনুষ্ঠানে আমি গুরু বন্দনা ও তাল ধামার পরিবেশন করব। আমার শুরুটা হবে গুরু বন্দনা দিয়ে। এরপর ১৪ মাত্রার তাল, ধামার, উপাজ, চলন, ঠাট, উটান, আমাদ, পরনজুড়ি আমাদ, তেহাই, টুকরা ও তোড়া পরিবেশন করব। ডাড়ি দিয়েই শেষ হবে আমার পরিবেশনা। ছোট বেলা থেকেই নাচের প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই নৃত্যে ভর্তি হয়েছেন সুরঙ্গমা সঙ্গীত একাডেমিতে। এরপর প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের কাছে কত্থক নৃত্যে হাতেখড়ি। তিনি ইতিহাস বিভাগে ঢাকা কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। নাচের প্রতি প্রবল আগ্রহের কারণে কত্থক নৃত্যে ভর্তি হয়েছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। কত্থক নাচের ওপরেই তার দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন হয়। তিনি সেখানে প্রথম শ্রেণীতে পঞ্চম স্থান অধিকার করেছেন এবং বাংলাদেশীদের মধ্যে প্রথম হয়েছেন। মাসুম নিজেই প্রতিষ্ঠা করেছেন পরম্পরা নৃত্যালয় নামে একটি নাচের প্রতিষ্ঠান।
×