ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাইডাল আর্টিস্ট জাহিদ খানের সাফল্য!

প্রকাশিত: ০৮:৫৫, ১৩ জানুয়ারি ২০২০

 ব্রাইডাল আর্টিস্ট জাহিদ খানের সাফল্য!

সংস্কৃতি ডেস্ক ॥ তরুণ সাংস্কৃতিক প্রতিভা জাহিদ খান। মিডিয়ার বিভিন্ন সেক্টরে পদচারণা তার। কখনও র‌্যাম্পের শোতে সেলিব্রেটিদের সঙ্গে হাঁটেন। কখনও আবার সঙ্গীতের ভুবনে ঢুঁ মারেন। কখনও বিজ্ঞাপনচিত্রের কনসেপ্টও তৈরি করেন। তবে সবকিছু ছাপিয়ে যে ব্যতিক্রমধর্মী পরিচয়ে তিনি পরিচিত তা হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় একজন ব্রাইডাল আর্টিস্ট তিনি। বিশেষ করে ব্রাইডাল মেকআপকে যিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এগুলোর মধ্যে অন্যতম- ভারতে ‘পঞ্চকবি সম্মাননা-২০১৮’-তে বাংলাদেশ থেকে ‘সেরা মেকআপ আর্টিস্ট’-এর সম্মাননা, মুম্বাইয়ে ‘বেস্ট এ্যান্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস এ্যাওয়ার্ড’, থাইল্যান্ডের ব্যাংককে ‘মিলেনিয়াম ব্রিলিয়েন্স এ্যাওয়ার্ড-২০১৯’ প্রভৃতি। ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজের প্রতি জাহিদ খানের বেশ আগ্রহ ছিল। সেই থেকে ব্রাইডাল মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এক্ষেত্রে প্রতিবন্ধকতাও ছিল। ছেলে হয়ে কনেকে বিয়ের সাজে সাজাচ্ছেন সেটি অনেকের কাছেই পছন্দনীয় ছিল না। কিন্তু জাহিদ খানের অদম্য সাধনায় একসময় সবাই তাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। অনেকটা জাদুর স্পর্শেই তিনি অনিন্দ্য সুন্দর করে একজন কনেকে সাজান। তার এই জাদুর স্পর্শের কথা এখন পুরো দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছেন। স্বীকৃতিস্বরূপ গতবছর মুম্বাইয়ে ‘বেস্ট এ্যান্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস এ্যাওয়ার্ড’ জাহিদ খানের হাতে তুলে দেয়ার সময় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতও তার কাজের ভূয়সী প্রশংসা করেন, তার কাছে ব্রাইডাল মেকআপের নানা কিছু জানতে চান।জাহিদ খানের কথায়, ছোটবেলায় বড় বোন ও তাদের বান্ধবীদের ব্রাইডাল মেকআপে সাজিয়ে দেয়া ছিল আমার কাছে শখের বিষয়। বাবার ব্যবসার দিকে সকলে মন দিতে বললেও তাতে মন দিতে পারতাম না। এ কারণে শখটা কখন যে পেশায় পরিণত হলো সেটি বুঝতেই পারলাম না। তবে এখন আমি খুবই খুশি কারণ নিজের পছন্দের কাজটিকেই পেশা হিসেবে নিতে পেরেছি। এ কারণে কাজের আউটপুটও অনেক ভাল দিতে পারি। অন্যদিকে ২০১৬ সালে আরেফিন রুমীর কথা, সুর ও সঙ্গীতে গান গেয়ে গানের ভুবনে আত্মপ্রকাশ করেন জাহিদ খান। আরেফিন রুমির কথা, সুর ও সঙ্গীতে ‘অন্তর বলে’ শিরোনামের একটি গানে তিনি কণ্ঠ দেন তিনি। আর গানের ভিডিওটি নির্মাণ করেন চন্দন রায় চৌধুরী। গানে জাহিদ খানের সঙ্গে পারফর্ম করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজিফা টুসী। এরপর কলকাতার একটি মিউজিক ভিডিওর গানে কণ্ঠ দেন তিনি। দ্বৈত এই গানে জাহিদ খানের সহশিল্পী কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা। বাংলাদেশের গীতিকার সুদীপ কুমার দীপের লেখা ‘ছোট ছোট ভুল’ গানের সুর ও সঙ্গীত পরিচালনা কলকাতার খ্যাতিমান সঙ্গীত পরিচালক প্রীতম ব্যানার্জী। এ প্রসঙ্গে জাহিদ খান বলেন, গান গাওয়া আমার পেশা নয়, নেশা। কখনও ভাবিনি গানে কণ্ঠ দেব। পুরোটাই শখের বসে করা। প্রথম গানটি ছিল আরেফিন রুমির করা। সেটিই মূলত আমার প্রথম ইন্সপায়ারেশন ছিল। এরপর কলকাতার শুভমিতার সঙ্গে যখন গান গাই নিজেকে স্বার্থক মনে হয়। এছাড়া জাহিদ খানের পরিকল্পনায় গতবছর ভিন্নধর্মী একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন অভিনেত্রী তানজিন তিশা। ‘জাহিদ খান মেকওভার এ্যান্ড ব্রাইডাল কালেকশন’-এর এই নতুন বিজ্ঞাপনচিত্রে তানজিন তিশা একজন নতুন বৌয়ের চরিত্রে অভিনয় করেন। বিজ্ঞাপনটির কনসেপ্ট ও চিত্রায়নের ভিন্নতা সর্বমহলে প্রশংসিত হয়।
×