ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জন্মশতবর্ষে প্রকাশ হলো ‘সাংবাদিকদের মুখোমুখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’

প্রকাশিত: ১১:১৪, ৯ জানুয়ারি ২০২০

জন্মশতবর্ষে প্রকাশ হলো ‘সাংবাদিকদের মুখোমুখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে প্রকাশ হলো ৪০০ পৃষ্ঠার নতুন বই ‘সাংবাদিকদের মুখোমুখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। মোশারফ হোসেনের লেখা বইটি প্রকাশ করেছে ‘সুবর্ণ’। মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। বঙ্গবন্ধু শুধু সুদক্ষ রাজনীতিবিদ ছিলেন না। সাংবাদিকবান্ধব রাজনীতিবিদ ছিলেন। অসমাপ্ত আত্মজীবনী পাঠ করলে তার রাজনৈতিক জীবনের সঙ্গে সংবাদপত্রের প্রতি ঘনিষ্ঠতার কথা জানা যায়। তাই সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধুর মিথস্ক্রিয়া তরুণ গবেষক ও লেখক মোশারফ হোসেন তার মেধা ও পরিশ্রম দিয়ে তৎকালীক পাকিস্তানের সময় থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে জাতির পিতা যে প্রত্যক্ষ যোগাযোগ রেখেছিলেন তা তুলে এনেছেন বইয়ের পাতায়। বইটি এক কথায় বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসও বটে। সাত ধাপে লেখা হয়েছে বইটি। এরমধ্যে রয়েছে, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবাদপত্র ও টেলিভিশনের বিশেষ প্রতিনিধির সঙ্গে সাক্ষাতকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির উদ্দেশে বেতার ও টেলিভিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবাদপত্রে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিবৃতি, পরিশিষ্ট, সহায়ক গ্রন্থপঞ্জি ও সবশেষে আলোকচিত্র।
×