ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

১৪ অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ১১:১২, ৯ জানুয়ারি ২০২০

১৪ অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৮ জানুয়ারি ॥ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশীটভুক্ত অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করছে আদালত। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমানের আদালতে অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি তিন দিনব্যাপী মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করবে আদালত। চার্জ গঠনে সন্তোষ প্রকাশ করেছে বাদী এবং দায়রা ও জজ আদালতে এই মামলায় প্রথম সাক্ষী দিয়েছে মামলার বাদী দুলাল শরীফ। এদিকে মিন্নির জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্র পক্ষের আইনজীবী। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মোস্তফিজুর রহমান বলেন, ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এ সময় ১৪ আসামি আদালতে উপস্থিত ছিল। প্রিন্স মোল্লা জামিনে আছে, সেও আদালতে উপস্থিত ছিল। চার্জভুক্ত অপ্রাপ্তবয়স্ক আসামিরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ ওরফে রায়হান, ওলিউল্লাহ ওরফে অলি, জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, মোঃ নাইম, তানভীর হোসেন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাতুল শিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণ। প্রাপ্তবয়স্ক আসামিরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মোঃ হাসান (১৯), মোঃ মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মোঃ সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)। অপরদিকে জেলা ও দায়রা জজ মোঃ আছানুজ্জামানের আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ৮ জানুয়ারি প্রথম দিনে মামলার বাদী নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সাক্ষ্য দিয়েছেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন এবং দশ জনের মধ্যে ৯ আসামি আদালতে উপস্থিত ছিল, মূসা পলাতক রয়েছে। এদিকে মামলার সাক্ষী জাকারিয়া বাবু ও হারুনকে ভয়ভীতি দেখানোর কারণে মিন্নির জামিন আবেদন বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এপিপি সঞ্জীব দাস বলেন, ৪ জানুয়ারি মিন্নিসহ ৫জন মিলে সাক্ষী জাকারিয়া বাবু ও হারুনের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেক্ষিয়ে সাক্ষ্য না দেয়ার জন্য বলে এসেছে। মামলার বাদী অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে চার্জ গঠনে সন্তোষ প্রকাশ করে বলেন এজাহারে যা লিখেছি তাই সাক্ষ্য দিয়েছি। দুই আসামির জামিন মঞ্জুর দেশব্যাপী আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই অপ্রাপ্ত বয়স্ক আসামির জামিন মঞ্জুর করেছে বরগুনা শিশু আদালত। বুধবার এই মামলার শিশু অংশের অভিযোগ গঠন বিষয়ক শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তিন অপ্রাপ্ত বয়স্ক আসামি রিশান ফরাজী, আরিয়ান হোসেন শ্রাবন ও মারুফ মল্লিকের পক্ষে জামিন আবেদন এবং সকল আসামির পক্ষে অভিযোগের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করা হয়। আদালত শুনানি শেষে অব্যাহতির সকল আবেদন না মঞ্জুর করে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আদালত আদেশ প্রদান করে। জামিনের বিষয়ে পরে আদেশ দেয়া হবে বলে জানানো হয়।
×