ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরাক ছাড়তে হবে ॥ মাহদি

প্রকাশিত: ০৯:৩৬, ৯ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরাক ছাড়তে হবে ॥ মাহদি

ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি মঙ্গলবার বলেছেন যে, যুক্তরাষ্ট্রের হাতে কোন বিকল্প নেই এবং অবশ্যই তাদের সৈন্যের ইরাক ছাড়তে হবে। নতুবা তারা একটি আসন্ন সঙ্কটের মুখোমুখি হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে বলেছেন যে, এটা সৈন্য প্রত্যাহারের সঠিক সময় নয় এবং সে কারণে এটা খুব খারাপ বিষয় হবে যেটা ইরাকে ঘটতে পারে। টাইম। ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্য প্রত্যাহার ইরানকে ইরাকে দৃঢ় অবস্থান অর্জন করার অনুমতি দেবে। ট্রাম্প হোয়াইট হাউস থেকে বলেন, ‘ইরাকের জনগণ দেখতে চায় না ইরান দেশ পরিচালনা করছে, যেটা আমি বলতে পারি।’ গত নবেম্বরে বিশাল সরকারবিরোধী বিক্ষোভের ফলে পদত্যাগকারী মাহদি বলেন, মার্কিন সৈন্য প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও না বাড়তে সহায়ক হবে। তিনি বলেন, ‘আমাদের এটা ব্যতীত আর কোন পথ নেই। অন্যথায় আমরা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি।’
×