ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ায় প্রবৃদ্ধির শীর্ষে থাকবে বাংলাদেশ ॥ ফোর্বস ম্যাগাজিন

প্রকাশিত: ১২:৫৪, ৭ জানুয়ারি ২০২০

এশিয়ায় প্রবৃদ্ধির শীর্ষে থাকবে বাংলাদেশ ॥ ফোর্বস ম্যাগাজিন

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ এবং বৈশ্বিক আমদানি-রফতানি মন্দায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই উন্নয়নশীল এশিয়ার অর্থনীতিতে আশার আলো দেখছে মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন। ২০২০ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ৫০ শতাংশ এশিয়া থেকে আসবে বলেও জানিয়েছে এই সাময়িকী। যদিও চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের কারণে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর কথা বলছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। খবর ফোর্বসের। ম্যানিলাভিত্তিক ৪৫ দেশের এ ব্যাংকের পূর্বাভাস বলছে, ২০২০ সালে এশিয়ায় জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ হতে পারে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হবে বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও তাজিকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রবৃদ্ধির হারে চলতি বছর এশিয়ায় সবার ওপর থাকতে পারে বাংলাদেশ। মার্কিন এই সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প মজুরির টেক্সটাইল খাত, তৈরি পোশাক খাত ও জুতা শিল্পে বাড়তে থাকা বিদেশী বিনিয়োগের কারণে ২০২০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের হার ৮ শতাংশ হবে। ২০১১ সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রত্যেক বছর কমপক্ষে ৬ শতাংশ ছিল। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মারকিটের প্রধান অর্থনীতিবিদ রাজীব বিশ্বাস বলেছেন, বাংলাদেশে পোশাক শিল্পের শ্রমিকদের মাসিক গড় মজুরি সাড়ে ৮ হাজার টাকা (১০১ মার্কিন ডলার)। এ স্বল্প মজুরির কারণে দেশটিতে প্রচুর বিদেশী বিনিয়োগ আসছে। তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা এবং উন্নত জীবন মানের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রবৃদ্ধির হার বাড়ছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফোর্বস বলছে, ব্যবসা সহজ হওয়ায় বাংলাদেশে ২০১৯ সালের প্রথমার্ধে সরাসরি বিদেশী বিনিয়োগ সাড়ে ১৯ শতাংশ বেড়ে এক দশমিক ৭ বিলিয়নে পৌঁছেছে। বাংলাদেশের পরে এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে ভারতের। দেশটির সরকার এ অঞ্চলে ইলেক্ট্রনিকস পণ্য-সামগ্রীসহ উৎপাদন খাতের পাওয়ার হাউস হতে চায়। যে কারণে চলতি বছর ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। এছাড়া এশিয়ার অন্য উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপর থাকবে বলে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে এডিবি। এডিবির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর নেপালের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি, মালদ্বীপের ৬ দশমিক ৩ শতাংশের বেশি, লাওস এবং ফিলিপিন্সের ৬ দশমিক ২ ও মঙ্গোলিয়ার ৬ দশমিক ১ শতাংশ হবে।
×