ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি সদস্যের সমর্থকদের ওপর হামলা

প্রকাশিত: ০৯:২৮, ৬ জানুয়ারি ২০২০

 ইউপি সদস্যের সমর্থকদের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, ৫ জানুয়ারি ॥ পূর্বশত্রুতার জের ধরে কালকিনিতে মোঃ আলোমগীর হোসেন নামের এক ইউপি সদস্যর লোকজনের বাড়িতে দফায়-দফায় হামলা চালিয়েছে চেয়ারম্যান সমর্থকরা। এতে করে আহত হয়েছে মহিলাসহ ১৫ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার ইউপি সদস্য মোঃ আলোমগীর হোসেন ওরফে খাজার সঙ্গে পার্শ্ববর্তী সদর এলাকার ঝাউদি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছে। এর জের ধরে সকালে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে মামুন শরিফ, রুবেল চৌকিদার, রিপন বেপারী, মোক্তার মোল্লা ও বাবুল সরদারসহ দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ইউপি সদস্য খাজার লোকজনের বাড়িতে হামলা চালায়। এতে মোঃ জুয়েল-(৩৫), রহমান-(৪২), বসির চৌকিদার-(৪৫), হানিফ বেপারী-(৪৬), জামান চৌকিদার -(৪০), মন্নান চৌকিদার-(৪২), আনোয়ার-(৩০), জামেলা-(৪৫), রহিমা-(৩৯), মনা-(৫০), লক্ষি-(৪০)সহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
×