ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

ফরিদপুরে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৩

প্রকাশিত: ১১:৩৫, ৫ জানুয়ারি ২০২০

ফরিদপুরে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৩

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ জানুয়ারি ॥ সদরপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনায় চার পুলিশ সদস্যসহ আহত হয়েছে ১৩ জন। শুরুতেই দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সংঘর্ষ হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করতে পারেনি সদরপুর ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে শনিবার সকাল থেকেই থেমে থেমে দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয় সকাল থেকেই। সকাল ১০টায় সদরপুরের ছাত্রলীগের নতুন কমিটির উপজেলা ছাত্রলীগ এবং একই সময় সদরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে দুটি মিছিল বের হয়। বর্তমান ছাত্রলীগ কমিটির নেতৃত্ব দেন সদরপুর আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আব্দুর ছত্তার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজা। অপর গ্রুপের নেতৃত্ব দেন সদরপুর উপজেলা কলেজ শাখা ছাত্রলীগ। এরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমানের সমর্থক। কাজী শফিকুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীর অনুসারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ছাত্রলীগের নেতৃত্বাধীন মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে কৃষ্ণপুরের মোড় হয়ে সদরপুর কলেজের সামনে দিয়ে হাসপাতাল এলাকার দিকে এগোতে থাকে। ওই সময় কলেজ থেকে ছাত্রলীগের মিছিলটি একই সময় উপজেলার ছাত্রলীগের মিছিলের পাশাপাশি যেতে শুরু করে। দুটি মিছিল হাসপাতালের মোড় হয়ে সদরপুর স্টেডিয়াম এলাকায় ফিরে এলে পুলিশ উপজেলা ছাত্রলীগের মিছিলটি স্টেডিয়াম পাড় হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এবং কলেজ শাখার মিছিলটি কলেজের দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করে। পুলিশের কথা অগ্রাহ্য করে দুই মিছিলের লোকজন স্টেডিয়াম এলাকায় ঢোকার চেষ্টা করলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ওই সময় সেøাগান ও পাল্টা সেøাগানের ঘটনা ঘটে। পরে দুই পক্ষ একে অপরের দিকে ইটের টুকরো ছুড়তে শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে ২৩টি শটগানের ফাঁকা গুলি ছুড়ে অন্তত এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের ঘটনায় চারজন পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হন। সিলেটে আহত ১০ স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, বিয়ানীবাজারে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠান নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ জন অহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌরশহরের প্রথমনাথ দাস রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিদ্যমান রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচী উদ্যাপনের এক পর্যায়ে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ইনার কলেজ রোডে প্রথমে ধাক্কাধাক্কি ও হাতহাতি শুরু হয়। পরে দু’গ্রুপের নেতাকর্মীরা বাকবিত-া জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এই সময় দেশীয় অস্ত্রের মহড়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
×