ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩২, ৫ জানুয়ারি ২০২০

মীরসরাইয়ে বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, ৪ জানুয়ারি ॥ মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে (বঙ্গবন্ধু শিল্পাঞ্চল) বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ রুবেল নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে অর্থনৈতিক অঞ্চলের বামনসুন্দর স্লুইসগেট এলাকায় সেতু নির্মাণের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায় সে। সেতু তৈরির কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমীন কনস্ট্রাকশনের উপ-ঠিকাদারের কর্মী ছিলেন রুবেল। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রুবেলের বাড়ি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার হাজীপাড়া এলাকার মোহাম্মদ শফির ছেলে। আল আমীন কনস্ট্রাকশনের কর্মকর্তা মাহবুবুল হক বলেন, গ্র্যান্ডিং মেশিনের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন রুবেল। এটি একটি দুর্ঘটনা। তার পরিবারকে সাধ্যমতো ক্ষতিপূরণ দেয়া হবে। পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৪ জানুয়ারি ॥ জেলার পাটগ্রাম উপজেলায় কুচলিবাড়ি গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে মাধুর্য রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোছাঃ মাধুর্য রহমান ওই এলাকার আনোয়ারুল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশীর শিশুদের সঙ্গে উঠানে খেলা করছিল মাধুর্য। ওই সময় হঠাৎ করে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। পরে তার বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করে।
×