ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধসে পড়েছে ভদ্রা নদীর কাঠের সেতু

প্রকাশিত: ০৯:২৪, ৫ জানুয়ারি ২০২০

ধসে পড়েছে ভদ্রা নদীর কাঠের সেতু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন ও খর্ণিয়া ইউনিয়নের সংযোগ স্থলে ভদ্রা নদীর ওপর নির্মিত কাঠের সেতুটির মাঝখান দিয়ে ধসে পড়েছে। ফলে দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত ও পণ্য আনা নেয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের খুঁটি ও কাঠ ব্যবহার করে সেতুটি নির্মাণ করা হয়। যার ফলে সেতুটি খুলে দেয়ার দুই সপ্তাহের মধ্যে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, ২৫-৩০ বছর আগেও ভদ্রা নদী অত্যন্ত খরস্রোতা ছিল। তখন নদী পারপারের জন্য এখানে খেয়া ছিল। তা ছাড়া নৌকা বা নৌযানে পণ্য পরিবহন করা হতো। পরবর্তীতে পলি জমে নদীটি ভরাট হয়ে যাওয়ায় খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। এর পর শোভনা ও খর্ণিয়া ইউনিয়নবাসীর চলাচলের জন্য সেখানে পাকা রাস্তা তৈরি করা হয়। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বছর খানেক আগে ভদ্রা নদী খনন করা হয়। সে সময়ে পাকা রাস্তা কেটে ফেলা হয়। তখন স্থানীয় জনগণ নদীর ওপর কংক্রিটের ব্রিজ অথবা বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানায়। কিন্তু সাময়িকভাবে জনসাধারণের চলাচলের জন্য একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। স্থানীয়া অভিযোগ করেন, কাঠের সেতুটি নির্মাণের সময়ে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করে। তখন জনসাধারণ বাধা দেয়। তাছাড়া শিক্ষার্থী, এলাকার নারী-পুরুষ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে এর প্রতিবাদ জানায়। তাদের দাবি উপেক্ষা করে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তা স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সহযোগিতায় নিম্নমানের খুঁটি ও কাঠ ব্যবহার করে সেতুটির নির্মাণ কাজ শেষ করে। গত ১৫-১৬ দিন আগে সেতুটি যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ইতোমধ্যে সেতুটির মাঝখান দিয়ে ধসে পড়েছে। বর্তমানে সেতুটি এতটাই হেলে পড়েছে যে জোয়ারের সময়ে নিচু হয়ে যাওয়া স্থান ডুবে যায়। সে অবস্থায় যানবাহনতো দূরে থাক হেঁটে পার হওয়া যায় না। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট পোল্ডারের এসও (সেকশন অফিসার) মোঃ হাসনাতুজ্জামান বলেন, কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেতু নির্মাণে বাধা দেয়। তারা নির্মাণ কাজে আনা খুঁটি চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, সেতুটি ধসে পড়ায় সেটি মেরামতের কাজ শুরু হয়েছে।
×