ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেয়ালীর ‘বঙ্গবন্ধু ও বিজয়’ শীর্ষক আলোচনা ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়ন

প্রকাশিত: ১২:১৬, ২৯ ডিসেম্বর ২০১৯

খেয়ালীর ‘বঙ্গবন্ধু ও বিজয়’ শীর্ষক আলোচনা ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ ‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লোগানে খেয়ালী নাট্যগোষ্ঠী, ঢাকা মুজিববর্ষ উদযাপন করছে। বছরব্যাপী এই অনুষ্ঠান মালায় আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫-৩০ মিনিটে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘বঙ্গবন্ধু ও বিজয়’ শীর্ষক আলোচনা এবং মুক্তিযুদ্ধভিক্তিক প্রযোজনা ‘কদমতলী আর্মী ক্যাম্প’ নাটক মঞ্চস্থ হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শাহীন আহমেদ, খোকন, শুভ্র, লিটু, রানু, মিঠু রোজিনা, বাসার, ইভা, বীথি, সালমা ও করীম কাউছারসহ অনেকে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন বরেণ্য নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। প্রধান অতিথি হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) নাট্যজন তপন হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালীর প্রধান নাট্যজন একেএ কবীর।‘কদমতলী আর্মী ক্যাম্প’ নাটকটি মূলত মুক্তিযুদ্ধকালের। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। ত্রিশ লাখ মানুষের জীবন ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং সেই সময়ের মানুষের দুর্ভোগ ও শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়াবার ইতিহাস বর্তমান প্রজন্মকে জানানোর প্রয়াসে এ নাটক নির্মিত হয়েছে। দেশপ্রেমিক মানুষ জীবনকে তুচ্ছ করে দেশমাতৃকাকে মুক্ত করার প্রত্যয়ে পাকিস্তানী বাহিনীর নিষ্ঠুর ও নির্মম নির্যাতন সহ্য করেছে, যা বাস্তব রূপ লাভ করবে এ নাটকে। নতুন প্রজন্ম যারা যুদ্ধের ভয়াবহতা দেখেনি এ নাটক দেখে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবেন এই দেশমাতৃকাকে আরও গভীরভাবে উপলব্ধি করবেন।
×