ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় রুশ হামলায় নিহত ৮

প্রকাশিত: ১১:২৫, ২৬ ডিসেম্বর ২০১৯

সিরিয়ায় রুশ হামলায় নিহত ৮

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। তুরস্ক ও ফ্রান্সের সহিংসতা বন্ধ করতে অনুরোধ করার পর সিরিয়া সরকারের মিত্র রাশিয়া এ হামলা চালাল। মঙ্গলবার সিরিয়ার ইদলিবে এ হামলা চালায় রাশিয়া। দক্ষিণ ইদলিবের সারাকেব শহরের কাছাকাছি জুবাস গ্রামে বাস্তুচ্যুত শিবিরে এ হামলা চালানো হয়। এ হামলার ফলে আটজন নিহত হওয়া ছাড়াও ১০ হাজার আশ্রয় নেয়া সিরীয় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। -আরব নিউজ এ্যানাটমির পোশাকে ক্লাসে শিক্ষিকা স্পেনের স্কুল শিক্ষিকা ভেরোনিকা ডিউক বায়োলজি ক্লাসে এমন এক পোশাক পরে হাজির হন, যেখানে গোটা পোশাকজুড়েই মানুষের শারীরবৃত্তীয় অঙ্গপ্রত্যঙ্গগুলো আঁকা। এখনও তিনি তৃতীয় গ্রেডে নানা বিষয় পড়ান। ৪৩ বছরের শিক্ষিকা একদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আচমকাই খোঁজ পান এমন এক পোশাকের। ‘এ্যানাটমি বডিস্যুট’টি কিনতে আর দেরি করেননি তিনি। আসলে ওই শিক্ষিকার মাথায় তখনই বুদ্ধি খেলে গিয়েছিল এই পোশাকের সাহায্যে পড়ুয়াদের সামনে বায়োলজিকে আরও মজাদার করে তোলার। নিউইয়র্ক পোস্ট। তিনি জানান, শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলোর অবস্থান বোঝা যে ছোটদের পক্ষে বেশ কঠিন সে কথা তার মাথায় ছিল। তাই এই পোশাক পরে তিনি চেষ্টা করেন বিষয়টিকে সহজবোধ্য করে তুলতে। ভেরোনিকার স্বামীও তার সঙ্গে ক্লাসে গিয়েছিলেন। তিনি তার স্ত্রীর ওই পোশাক পরে শিক্ষাদানের ছবি তোলেন। টুইটারে তা পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। ৬৬ হাজার লাইক পেয়েছে পোস্টটি। ১৩ হাজার জন সেটি রিটুইট করেছেন। সেই সঙ্গে অজস্র কমেন্ট তো রয়েছেই। ভেরোনিকা এমন আশ্চর্য আইডিয়া এই প্রথম প্রয়োগ করলেন তা নয়। এর আগে ইতিহাস পড়ানোর সময় তিনি ছদ্মবেশ ধারণ করেন।
×