ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-৮ উপনির্বাচন

আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর প্রচার জমে উঠছে

প্রকাশিত: ১০:৫০, ২৬ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর প্রচার জমে উঠছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে (চান্দগাঁও-বোয়ালখালী) উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আসন্ন নির্বাচন ঘিরে ইতোমধ্যে ওই আসনের ভোটারদের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার দিন দিন বাড়ছে। আওয়ামী লীগের পক্ষে উত্তর জেলা শাখার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও বিএনপির পক্ষে দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়ন লাভ করে ইতোমধ্যে মাঠে নেমেছেন। এছাড়া আরও ৫ প্রার্থী থাকলেও তাদের প্রচার তেমন শুরু হয়নি। বুধবার পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তাই আগামী ১৩ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। তিনি বলেন, আগামীতে কালুরঘাট সেতু এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবায়নের জন্য জনগণকে নৌকায় ভোট দিতে হবে। মোসলেম উদ্দিন বলেন, ‘আপনারা আমাকে সুযোগ দিলে খেদমতের দায়িত্ব নিতে চাই।’ এ সময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বোয়ালখালীতে বিএনপির কর্মিসভা চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আগামী ১৩ জানুয়ারির উপনির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে ধানের শীষের জোয়ার ঠেকানো যাবে না। ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। তারেক রহমান তার জন্য ধানের শীষ প্রতীক পাঠিয়েছেন বোয়ালখালীবাসীর রায় নেয়ার জন্য। এ রায় হবে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির রায়। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, গণসংযোগে যেখানেই যাচ্ছি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে এই উপনির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব ইনশাআল্লাহ। বুধবার দুপুরে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মিসভায় প্রধান অথিতির বক্তব্য দেন তিনি। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন ও আনোয়ার হোসেন লিপু।
×