ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে যুবককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, পুলিশের ধাক্কায় মারা গেলেন মা

প্রকাশিত: ১১:৩৬, ২৪ ডিসেম্বর ২০১৯

সোনারগাঁয়ে যুবককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, পুলিশের ধাক্কায় মারা গেলেন মা

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২৩ ডিসেম্বর ॥ সোনারগাঁয়ে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের ধাক্কায় স্ট্রোক করে মাদক কারবারির মায়ের মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। রবিবার রাত ১০টার দিকে বাড়ি মজলিশ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির স্বজনদের শান্ত করার চেষ্টা করেন। এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে মাদকবিরোধী অভিযানে যান সোনারগাঁ থানার এসআই হাবিব, এএসআই মনির হোসেন ও এএসআই নাজমুল হুদা। এক পর্যায়ে মোগরাপাড়া বাড়ি মজলিশ গ্রামে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনের ছেলে সজিবকে (২৮) আটক করেন তারা। এ সময় সজিবের মা জোসনা বেগম পুলিশকে বাধা দিতে গেলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে জোসনা গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যান। এ সময় তাকে উদ্ধার করে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত সোনারগাঁ থানার এসআই হাবিব, এএসআই মনির হোসেন, এএসআই নাজমুল হুদা জানান, সজিব একজন মাদক কারবারি। তার ঘর থেকে ৬৭ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। যার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। তবে সজিবের মার সঙ্গে আমাদের ধাক্কাধাক্কির কোন ঘটনা ঘটেনি। ছেলে আটকের ঘটনা দেখে তিনি স্ট্রোক করে মারা গেছেন। এদিকে সজিবের বাবা গিয়াস উদ্দিনের বরাত দিয়ে তার স্বজনরা জানান, সজিবের ঘরে কোন মাদক ছিল না। পুলিশের দুই সোর্স ঘরে প্রবেশ করে বালিশের নিচে মাদক রেখে সজিবকে ফাঁসিয়েছে। এক সময় সজিব মাদক কারবারিদের সঙ্গে চলাফেরা করত। বর্তমানে সে তাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। তাকে জোর করে পুলিশ মাদক দিয়ে আটক করলে সজিবের মা জোসনা বেগম বাধা দেন। এক পর্যায়ে পুলিশ তাকে ধাক্কা দিয়ে সজিবকে নিয়ে যায়। পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে জোসনা অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি বেগতিক দেখে সজিবকে নিয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার মায়ের মৃত্যুর খবর পেয়ে রাতেই সজিবকে ছেড়ে দেয়। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, মাদক কারবারির মাকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনা সঠিক নয়। তার মা আগেই স্ট্রোকের রোগী ছিল। ঘটনার আকস্মিকতায় তিনি স্ট্রোক করে মারা গেছেন। আমরা সজিবকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দিয়েছি।
×