ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে প্রতারণা ॥ প্রতারক রুবন গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৭, ১৬ ডিসেম্বর ২০১৯

পুলিশ পরিচয়ে প্রতারণা ॥ প্রতারক রুবন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ একবার দু’বার নয়-বার বার তিনি প্রতারণা করেছেন। পুলিশ কর্মকর্তার পরিচয়ে ফেসবুক এ্যাকাউন্ট থেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা দ্বিগুণ করে দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এই গুণধর প্রতারকের নাম রিফাত আহম্মেদ ওরফে রুবন (৩০)। জানা গেছে, সিআইডির সাইবার মনিটরিং টিম দীর্ঘদিন রাজধানী ও অন্যান্য এলাকায় নজরদারির পর শনিবার রাতে দিনাজপুরে জেলার পাহাড়পুর থেকে তাকে আটক করে। রিফাত দিনাজপুর কোতোয়ালি থানাধীন পাহাড়পুর এলাকার মাহফুজুল হকের ছেলে। সে একজন দুর্ধর্ষ প্রতারক বলে দাবি করেছে সিআইডি। এই রিফাত কখনও পুলিশের এডিসি, কখনও ডিআইজি পরিচয়ে আবার কখনও সিআইডি ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। গত কয়েক মাস ধরে ২০-৩০ জনের কাছ থেকে বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণ করে আসছিল বলে দাবি সিআইডির। গতকালই রিফাতকে নিয়ে সংবাদ সম্মেলন করে সিআইডি। এ বিষয়ে দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং টিম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিতভাবে মনিটরিং করে থাকে।
×