ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’২১ সালে ‘নগদ’ এক নম্বর হবে ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০৯:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৯

 ’২১ সালে ‘নগদ’  এক নম্বর হবে ॥ মোস্তাফা জব্বার

যাত্রা শুরুর প্রথম বছরই ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ দ্বিতীয় অবস্থানে এসেছে উল্লেখ করে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অচিরেই ‘নগদ’ দেশের এক নম্বর পর্যায়ে যাবে। ২০২১ সালে সেটি সম্ভব হবে। বাংলাদেশ ডাক বিভাগ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন। ‘সংযুক্তিতে উৎপাদন, দেশের হবে উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপন করেছে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিবসটি উদযাপনে সার্বিক সহায়তা করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’। মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগকে অনেকে মনে করত এটি শেষ হয়ে গেছে। কেউ ভাবতে পারছিল না যে এর বিভিন্ন প্রতিষ্ঠান লাভজনক হতে পারে। তিনি বলেন, গত ২৬ মার্চ (২০১৯) প্রধানমন্ত্রী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর উদ্বোধন করেন। বর্তমানে প্রতিদিন ‘নগদ’-এর লেনদেনের পরিমাণ ৮০ কোটি টাকার বেশি। ২৬ মার্চ যাত্রা করে আজ যদি দেশের দ্বিতীয় হতে পারি, তাহলে ২০২১ সালে আমরা এক নম্বরও হতে পারি। ডাক বিভাগের ঘুরে দাঁড়ানোর বিষয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এখন গর্ব করে বলতে পারি আমার বিটিসিএল ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের কানেক্টিভিটি তৈরি করেছে বিটিসিএল। পৃথিবীর কাছে দেখিয়ে দেব ডাক বিভাগ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালের মধ্যে টেলিটক শুধু ঘুরে দাঁড়াবে না, দেশের সেরা মোবাইল অপারেটর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি
×