ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

প্রকাশিত: ০৯:৫৬, ১৪ ডিসেম্বর ২০১৯

  শহীদ বুদ্ধিজীবী  দিবসে ডিএমপির  ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছেন ডিএমপি। শনিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর শহীদ বুদ্ধিজীবী এলাকার আশপাশে এলাকা জুড়ে বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিক্সা-ভ্যানসহ সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স সূত্র জানায়, মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ ক্রসিং পর্যন্ত) বাদ দিয়ে বিকল্প সড়কে চলাচল করতে। বিকল্প সড়ক ॥ যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করা যানবাহন টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে। এছাড়া মিরপুর-১০ থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যেসব যানবাহন যাবে সেগুলো মিরপুর-১ থেকে বামে দারুস সালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে। অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি যানবাহন চলাচলে সাময়িক বিঘœ ঘটায় আন্তরিক সহানুভূতি জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশ।
×