ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপের মেয়েদের এ কেমন ক্রিকেট!

প্রকাশিত: ১১:৫৪, ৮ ডিসেম্বর ২০১৯

মালদ্বীপের মেয়েদের এ কেমন ক্রিকেট!

স্পোর্টস রিপোর্টার ॥ মালদ্বীপের মেয়েরা যেন ক্রিকেট আর ঝিঁ ঝিঁ পোকার পার্থক্যটুকু বুঝে উঠতে পারছে না! চলমান এসএ গেমসে স্বাগতিক নেপালের কাছে অলআউট হয়েছিল ১৬ রানে, যাত্রা শুরু করেছিল ১০ উইকেটের হার দিয়ে। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮০ রানের লক্ষ্য তাড়ায় মালদ্বীপ অলআউট হয় ৩০ রানে। এরপর বাংলাদেশের বিপক্ষে তো ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় মালদ্বীপ গুটিয়ে যায় ৬ রানেই! পোখরায় শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবার মালদ্বীপের সামনে পড়েছিল প্রথম ম্যাচের প্রতিপক্ষ নেপাল। এবারও দুই অঙ্কে যেতে পারেনি মালদ্বীপের দলীয় স্কোর, অলআউট হয়েছে মাত্র ৮ রানে! মজার ব্যাপার, এর মধ্যে ৭ রানই এসেছে অতিরিক্ত থেকে! সবগুলোই ওয়াইড দিয়েছেন নেপালের বোলাররা। টস হেরে ব্যাটিং পেয়েছিল মালদ্বীপ। দ্বিতীয় ওভারে ৬ রানে তারা হারায় প্রথম উইকেট। এরপর স্কোর ৭ রেখে হারায় আরও ৩ উইকেট। আর স্কোর ৮ রেখে হারায় শেষ ৬ উইকেট! ইনিংস টিকেছে অবশ্য ১১.৩ ওভার। ওপেনার আইমা আইশাথ করেন ১ রান। বাকি দশজন রানের খাতা খুলতে পারেননি।
×