ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইহুদী পরিবারের পাশে মুসলিম নারী

প্রকাশিত: ০৯:৩৩, ২৮ নভেম্বর ২০১৯

 ইহুদী পরিবারের  পাশে মুসলিম  নারী

লন্ডনে চলন্ত ট্রেনে এক যুবক যখন এক ইহুদী পরিবারের মুখের সামনে তাদের ধর্ম নিয়ে অবমাননাকর কথা বলছিলেন, তখন এর প্রতিবাদে এগিয়ে আসেন আসমা শুয়েখ নামে এক মুসলিম নারী। শুক্রবার অবমাননাকারী যুবকের সঙ্গে হিজাবপরা আসমার বাগ-বিতন্ডার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তার টুইটারে পোস্ট করে আরেক যাত্রী। বিবিসি। সহযাত্রী পরিবারের পক্ষ নিয়ে ইহুদীবিদ্বেষী কথাবার্তা বলার বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়ানোর জন্য টুইটারে সারাবিশ্বের লাখ লাখ মানুষ আসমাকে অভিনন্দন জানাচ্ছেন। আসমা বলেন, ‘এত প্রশংসা আমার প্রাপ্য নয়, আমার সামনে এমন ঘটনা ঘটলে আমি আবার মাথা গলাবো।’ লন্ডনের পাতাল রেলে নর্দান লাইন রুটের একটি ট্রেনের যাত্রী ছিল একটি ইহুদী পরিবার। এক বাবা এবং তার দুই বাচ্চা ছেলে। তাদের তিনজনের মাথায় ছিল ‘কিপা’ বা ছোট টুপি - যেগুলো ধর্মপ্রাণ ইহুদী পুরুষরা ব্যবহার করেন। হঠাৎ করে ট্রেনের ওই কামরার যাত্রী এক যুবক ওই পরিবারকে লক্ষ্য করে জোর গলায় ইহুদী ধর্ম নিয়ে অবমাননাকর কথাবার্তা শুরু করে।
×